AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৬ বলে ৬টা ছয় থিসারার

ম্যাচে শ্রীলঙ্কা আর্মির (Srilanka Army) হয়ে নেতৃত্ব দেন থিসারা পেরেরা (Thisara Perera)। গ্রুপ পর্বের ম্যাচে ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে মাত্র ১৩ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। ম্যাচে ৮টি ছয় মারেন থিসারা (Thisara Perera)।

৬ বলে ৬টা ছয় থিসারার
ছয় ছক্কার রেকর্ড থিসারা পেরেরার। ছবি: টুইটার
| Updated on: Mar 29, 2021 | 5:56 PM
Share

কলম্বো: রেকর্ড বুকে ঢুকে পড়লেন থিসারা পেরেরা। ৬ বলে ৬টা ছয় মারলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার। প্রথম শ্রীলঙ্কার ক্রিকেটার হিসেবে পেশাদার সার্কিটে ৬ বলে ৬টা ছয় মারার নজির গড়লেন থিসারা পেরেরা। শ্রীলঙ্কার একটি লিস্ট-এ ক্রিকেটে এই কৃতিত্ব গড়েন তিনি।

আরও পড়ুন: ৮ গোলের মালা ডেনমার্কের

ম্যাচে শ্রীলঙ্কা আর্মির (Srilanka Army) হয়ে নেতৃত্ব দেন থিসারা পেরেরা (Thisara Perera)। গ্রুপ পর্বের ম্যাচে ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে মাত্র ১৩ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। ম্যাচে ৮টি ছয় মারেন থিসারা (Thisara Perera)। লিস্ট-এ ক্রিকেটে ১২ বলে হাফসেঞ্চুরির রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার কৌশল্যা উইরারত্নের। ২০০৫ সালে এই নজির গড়েছিলেন তিনি। ৫ নম্বরে ব্যাট করতে আসেন থিসারা পেরেরা। তিনি যখন ক্রিজে আসেন, তখন ইনিংস শেষ হতে বাকি মাত্র ২০ বল। দিলহান কুরের ওভারে ৬ বলে ৬টা ছয় মারেন থিসারা।

পেসাদার সার্কিটে নবম ক্রিকেটার হিসেবে ৬ বলে ৬টা ছয় মারার নজির গড়লেন থিসারা পেরেরা। এর আগে এই রেকর্ড রয়েছে যুবরাজ সিং, হার্শল গিবস, গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, রস হুইটলি, হজরতুল্লাহ জাজাই, লিও কার্টার এবং কায়রন পোলার্ডের।