Tilak Varma : ক্যারিবিয়ান সফরে ভালো পারফরম্যান্সের পুরস্কার, এশিয়া কাপের দলে তিলক
ক্যারিবিয়ান সফরে সিরিজ হারলেও অভিষেক সিরিজে মেন ইন ব্লু-র হয়ে সর্বাধিক রান করেন তিলক।
মুম্বই : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজই ভাগ্য বদলে দিল তিলক ভার্মার। ক্যারিবিয়ান সফরে সিরিজ হারলেও অভিষেক সিরিজে মেন ইন ব্লু-র হয়ে সর্বাধিক রান করেন তিলক। শেষ ম্যাচে হাত ঘুরিয়ে উইকেটও নেন। তারপর থেকেই ২০ বছরের এই বাঁ হাতি ব্যাটারকে এশিয়া কাপ ও বিশ্বকাপ দলে দেখার ইচ্ছেপ্রকাশ করেছেন দেশের প্রাক্তনীরা। রবি শাস্ত্রী, সন্দীপ পাটিল, সৌরভ গঙ্গোপাধ্যায় এমনকী রবিচন্দ্রন অশ্বিনও তিলকের হয়ে ব্যাট ধরেন। মনে করা হচ্ছিল, লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ার এশিয়া কাপে খেলতে না পারলে তিলকের এন্ট্রি পাকা। কিন্তু অজিত আগরকরের নির্বাচন কমিটি এখানেও চমক দেখাল। চোট সারিয়ে এশিয়া কাপে রাহুল-শ্রেয়সের কামব্যাক হচ্ছে ঠিকই, তবে এশিয়া কাপের জন্য ঘোষিত ১৭ সদস্যের স্কোয়াডে তিলককেও রাখা হয়েছে। হায়দরাবাদের এই বাঁ হাতি মিডল অর্ডার ব্যাটারের এখনও ওডিআই ফরম্যাটে অভিষেক হয়নি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
আইপিএলের গত মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সে উঠতি প্রতিভা হিসেবে প্রবেশ ঘটেছিল তিলক ভার্মার। এ বারের মরসুমে প্রথম দিকে ধুঁকতে থাকা মুম্বইয়ের মিডল অর্ডারকে ভরসা দেন তিলক। ওয়েস্ট ইন্ডিজ সফরে যখন সবাই রিঙ্কু সিংয়ের ডাক পাওয়ার অপেক্ষা করছেন তখন গুটি গুটি পায়ে টি ২০ টিমে প্রবেশ তিলকের। ক্যারিবিয়ান সিরিজে শুভমন গিল, ঈশান কিষাণদের ব্যর্থতার দিনে উজ্জ্বল ছিলেন তিলক। অভিষেক সিরিজের দ্বিতীয় ম্যাচেই অর্ধশতরান করেন। পাঁচ ম্যাচের টি ২০ সিরিজে তিলকের ১৭৩ রান ছিল ভারতীয় দলের মধ্যে সর্বাধিক।
Get ready to witness cricketing brilliance as India unveils its power-packed squad for the upcoming Men’s ODI #AsiaCup2023!
The mix of experience and youth, guided by stellar leadership, is primed to dominate the cricketing arena! 🇮🇳#ACC pic.twitter.com/ch6Fj6fQG6
— AsianCricketCouncil (@ACCMedia1) August 21, 2023
টপ অর্ডার এবং মিডল অর্ডারে তিলকের দায়িত্বশীল ব্যাটিং নির্বাচকদের নজর কেড়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডেবিউ সিরিজেই তিলকের পারফরম্যান্সে আত্মবিশ্বাস দেখা গিয়েছে। এর পাশাপাশি বাঁ হাতি ব্যাটার হওয়া হায়দরাবাদি ক্রিকেটারের জন্য বর হয়েছে।
এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), বিরাট কোহলি, শুভমন গিল, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, শার্দূল ঠাকুর, প্রসিধ কৃষ্ণা।
ব্যাকআপ: সঞ্জু স্যামসন।