চিপকে রানের পাহাড় চাইছেন রুটরা

sushovan mukherjee |

Feb 05, 2021 | 8:12 PM

প্রথম দিন প্রথম সেশনে দ্রুত দুটো উইকেট হারালেও ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড দল। দিনের শেষ ওভারে আউট হন সিবলে

চিপকে রানের পাহাড় চাইছেন রুটরা
চিপকে দুরন্ত শতরান রুটের। ছবি-টুইটার।

Follow Us

চেন্নাই: চিপক টেস্টের প্রথম দিনই ইংল্যান্ড দল বুঝিয়ে দিয়েছে, তারা হোমওয়ার্ক করে ভারতে খেলতে এসেছে। ইংল্যান্ডকে টেক্কা দেওয়ার কাজটা ভারতের পক্ষে মোটেই সহজ হবে না। লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে মরিয়া রুটরাও। শততম টেস্টে সেঞ্চুরি করে নয়া মাইলস্টোন গড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। টেস্ট কেরিয়ারের আটানব্বই, নিরানব্বই এবং শততম টেস্টে শতরান করে নজির একমাত্র রুটের দখলে।

প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটের বিনিময়ে ২৬৩ রান। ভারতীয় বোলারদের বেগ দিয়েছেন রুট-সিবলে জুটি। স্কোরবোর্ডকে কমপক্ষে ৬০০ রানে নিয়ে যেতে চায় ইংল্যান্ড ক্রিকেট দল। প্রথম দিনের খেলা শেষে সাফ জানিয়ে দিলেন জো রুট। ১২৮ রানে ক্রিজে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। এখনও বেন স্টোকস, জস বাটলার, ওলি পোপদের মতো ব্যাটসম্যানরা রয়েছেন। প্রথম দিনের খেলা শেষে রুট বলেন, ‘আমরা যতটা সম্ভব স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যাব। ৬০০ থেকে ৭০০ রান আমাদের প্রাথমিক লক্ষ্য। আমরা যদি প্রথম ইনিংসে এটা করতে পারি, অনেকটা এগিয়ে থাকব।’

আরও পড়ুন:আইপিএলের নিলামে এবার সচিন পুত্র

প্রথম দিন প্রথম সেশনে দ্রুত দুটো উইকেট হারালেও ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড দল। দিনের শেষ ওভারে আউট হন সিবলে। আগামীকালও গোটা দিন ধরে ব্যাট করাই লক্ষ্য ইংল্যান্ড শিবিরের।

Next Article