জোহানেসবার্গ : এ বছর অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ (T20 World Cup)। অস্ট্রেলিয়ার পর এবার বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। চোটের কারণে বিশ্বকাপের স্কোয়াডে নেই তারকা ক্রিকেটার রাসি ভ্যান ডার ডুসেন (Rassie van der Dussen)। ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্টে আঙুলে গুরুতর চোট পেয়েছিলেন রাসি। তাঁর অস্ত্রোপচার হবে। অন্তত দেড় মাস মাঠের বাইরে তিনি। দক্ষিণ আফ্রিকা শিবিরে স্বস্তির খবর কনুইয়ের চোট সারিয়ে ফিরেছেন অধিনায়ক তেম্বা বাভুমা (Temba Bavuma)। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে নতুন মুখ ত্রিস্তান স্টাবস। তরুণ এই ক্রিকেটার আইপিএলে খেলেছেন। জাতীয় দলে এখনও অবধি সীমিত সুযোগ কাজে লাগিয়েছেন। স্কোয়াডে রয়েছেন ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা টি ২০ দলে ফেরা রাইলি রোসো।
বিশ্বকাপের আগে ভারত সফর রয়েছে দক্ষিণ আফ্রিকার। তিন ম্যাচের টি ২০ সিরিজের জন্য একই স্কোয়াড বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। স্কোয়াড প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকা বোর্ডের দল নির্বাচনের কনভেনর ভিক্টর পিতসাং বলেন, ‘বিশ্বকাপের স্কোয়াড বেছে নেওয়া খুবই কঠিন ছিল। বেশ কিছু ক্রিকেটার অনবদ্য ছন্দে ছিলেন। গত কয়েক মাস ধারাবাহিক ভালো পারফর্ম করেছেন। ত্রিস্তান স্টাবসের মতো ক্রিকেটার এক বছর আগে কোনও ভাবনাতেই ছিল না। ধারাবাহিক পারফরম্য়ান্সে ওকে নিয়ে ভাবতে বাধ্য করেছে। প্রতিটা তরুণ ক্রিকেটারের কাছেই ওর সুযোগ পাওয়াটা প্রেরণা জোগাবে। অধিনায়ক তেম্বা বাভুমা ফেরায় আমরা বেশ স্বস্তিতে।’
ইংল্যান্ড সফরে ভালো পারফর্ম করেছে দক্ষিণ আফ্রিকা। পিতসাং আরও যোগ করেন, ‘ইংল্যান্ডের মাটিতে এই ক্রিকেটাররাই দারুণ পারফর্ম করেছেন। বিশ্বকাপের আগে এটাই বড় স্বস্তি। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে গড়া এই দলের উপর ভরসা রাখছি।’
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : তেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, হেইনরিখ ক্লাসেন, রিজা হেন্ড্রিকস, কেশব মহারাজ, এডেন মার্করাম, ডেভিড মিলার, লুনগি এনগিডি, অনরিখ নর্ৎজে, ওয়েন পার্নেল, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, রাইলি রোসো, তাবরাইজ শামসি, ত্রিস্তান স্টাবস। রিজার্ভ : বিয়ন ফরচুন, মার্কো জানসেন, আন্দিলে পেকলুকায়ো।