মুলতান: এশিয়া কাপের (Asia Cup 2023) বল গড়াল মাঠে। আয়োজক পাকিস্তান (Pakistan) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি নেপালের (Nepal)। টুর্নামেন্টের প্রথম ম্যাচে টস জেতেন পাক অধিনায়ক বাবর আজম। আর ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন গ্রিন আর্মির নেতা। মুলতানে একদিকে চলছে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় চলছে ট্রোলের বন্যা। কিন্তু কারণ? আসলে সোশ্যাল মিডিয়ায় মুলতান স্টেডিয়ামের যে ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে অর্ধেকের বেশি স্টেডিয়াম ফাঁকা। ব্যস এতেই নেটিজ়েনরা ট্রোল করতে ছাড়লেন না। যদিও ম্যাচ যত গড়িয়েছে পরবর্তীতে দর্শকদের বেশ কিছু ছবিও ছড়িয়েছে নেটদুনিয়ায়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বাবরদের ম্যাচ দেখতে মুলতানে কতজন দর্শক এলেন? যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তা দেখলে মনে হবে হাতে গুনে বলে দেওয়া যাবে কতজন উপস্থিত মুলতান স্টেডিয়ামে।
A complete empty Stadium in Multan. pic.twitter.com/OD0CUMJ4YF
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 30, 2023
সোশ্যাল মিডিয়া সাইট X এ এক ব্যক্তি হাসির দুটি ইমোজি দিয়ে লিখেছেন, ‘পাকিস্তান বনাম নেপাল ম্যাচে কতজন দর্শক আছে? আর ওরা চাইছিল এশিয়া কাপ পাকিস্তানে হোক। ভালো হয়েছে এই টুর্নামেন্ট শ্রীলঙ্কাতে হবে।’
Crazy Crowd in #PAKvsNEP Game🤣🤣
And they wanted Asia cup to happen in Pakistan, thank god it got Shifted in srilanka! pic.twitter.com/h0KTRZuZym— ᴘʀᴀᴛʜᴍᴇsʜ⁴⁵ (@45Fan_Prathmesh) August 30, 2023
যদিও পাকিস্তান বনাম নেপালের ম্যাচ যত এগিয়েছে, মুলতানের স্টেডিয়ামে দর্শক চোখে পড়েছে। কিন্তু মুলতানের গ্যালারি হাউসফুল হয়নি। টেলিভিশন ক্যামেরায় অন্তত এমনটা দেখা যায়নি।
Fans have started to gather to watch Pakistan’s match in Multan. pic.twitter.com/PPKFfRobwG
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 30, 2023
পাকিস্তানের ঘরের মাঠে বাবর আজমদের সমর্থকের ভিড় উপচে পড়েনি ঠিকই। কিন্তু নেপালের একাধিক সমর্থককে দেখা গিয়েছে মুলতানে। এই প্রথম বার এশিয়া কাপে খেলছে নেপাল। তাই তাদের সমর্থকদের মধ্যেও বাড়তি উত্তেজনা রয়েছে।
#PAKvNEP
Nepal fans have gathered in good numbers in Multan. The change in Asian cricket landscape will be visible from here.#PAKvsNEP #AsiaCup2023 pic.twitter.com/7FMSTaX0fj— 👌👑⭐ (@superking1816) August 30, 2023
পাকিস্তানে গিয়ে এ বারের এশিয়া কাপ খেলতে রাজি হয়নি ভারত। তাই অবশেষে পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী এ বারের এশিয়া কাপ হচ্ছে। এই হাইব্রিড মডেল অনুযায়ী এ বারের বেশ কিছু ম্যাচ পাকিস্তানে এবং কিছু ম্যাচ শ্রীলঙ্কায় হওয়ার কথা। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচই রয়েছে শ্রীলঙ্কায়। মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তা হবে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।