নয়াদিল্লি: এ বার আইপিএল থেকে সরে দাঁড়ালেন দুই আম্পায়ার। ভারতীয় আম্পায়ার নীতীন মেনন এবং অস্ট্রেলিয়ান আম্পায়ার পল রাইফেল সরলেন টুর্নামেন্ট থেকে। পারিবারিক কারণে আইপিএল থেকে সরে দাঁড়ালেন নীতীন মেনন। কোভিডের কারণে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া বিমান যোগাযোগ বন্ধ করেছে। সেই জন্য তড়িঘড়ি দেশে ফিরেছেন পল রাইফেল।
আইপিএল থেকে আগে সরে দাঁড়িয়েছিলেন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। ৩ অস্ট্রেলিয়ান ক্রিকেটারও টুর্নামেন্টের মাঝপথে দেশে ফেরেন। এ বার এক ভারতীয় আম্পায়ার ও এক অস্ট্রেলিয়ান আম্পায়ারও সরে দাঁড়ালেন আইপিএল থেকে। বর্তমানে আইসিসির এলিট প্যানেলে একমাত্র ভারতীয় আম্পায়ার নীতীন মেনন। ভারত-ইংল্যান্ড সিরিজে তাঁর আম্পায়ারিং প্রশংসা কুড়িয়েছিল। নীতীন মেননের মা এবং স্ত্রী করোনা আক্রান্ত। এই অবস্থায় পরিবারের পাশে থাকতেই জৈব সুরক্ষা বলয় ছেড়ে ইন্দোরে নিজের বাড়ি গিয়েছেন মেনন। বোর্ডের এক কর্তা বলেন, ‘নীতীন এখন মানসিক ভাবে বিপর্যস্ত। আম্পায়ারিং করার মতো জায়গায় সে নেই।’
মেনন আর রাইফেলের পরিবর্ত হিসেবে দুই আম্পায়ারকে শীঘ্রই আইপিএলের জন্য নেবে বোর্ড। কয়েকদিন আগেই বোর্ডের তরফ থেকে বিদেশিদের আশ্বস্ত করে বলা হয়েছিল, তাঁদের সুরক্ষিত ভাবে নিজেদের দেশে ফেরত পাঠানোর দায়িত্ব বিসিসিআইয়ের। সেই বিবৃতির কয়েকদিনের মধ্যে অস্ট্রেলিয়ান আম্পায়ার পল রাইফেল দেশে চলে যাওয়ায় প্রশ্ন উঠছে বোর্ডের ভূমিকা নিয়ে।