MI vs RR, IPL 2021 Match 24 Result: ডি’ককে ভর করে ম্যাচ জিতল মুম্বই

Apr 29, 2021 | 7:14 PM

MI vs RR Live Score: মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম রাজস্থান রয়্যালস(Rajasthan Royals) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

MI vs RR, IPL 2021 Match 24 Result: ডিককে ভর করে ম্যাচ জিতল মুম্বই
মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)

Follow Us

আইপিএলে (IPL) আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। টসে জিতে সঞ্জুদের ব্যাটিং করতে পাঠান মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে রাজস্থান তোলে ১৭১ রান। রাজস্থানের হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক সঞ্জু স্যামসন (২৭ বলে ৪২) ও জস বাটলার (৪১)। রোহিত শর্মাদের টার্গেট ছিল ১৭২। রান তাড়া করতে নেমে ৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ৭ উইকেটে জয়ী রোহিতরা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 29 Apr 2021 07:08 PM (IST)

    ৭ উইকেটে জয়ী মুম্বই

    ১৮.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স

  • 29 Apr 2021 07:06 PM (IST)

    ক্রুণাল পান্ডিয়ার উইকেট হারাল মুম্বই

    মুস্তাফিজুর রহমানের বলে ৩৬ রান করে আউট হলেন ক্রুণাল পান্ডিয়া।


  • 29 Apr 2021 06:44 PM (IST)

    ১৫ ওভারে মুম্বই ১৩১/২

    খেলা বাকি ৫ ওভারের। জয়ের জন্য প্রয়োজন ৪১ রান।

  • 29 Apr 2021 06:26 PM (IST)

    মুম্বইয়ের শতরান

    ১১.৪ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স দলগত শতরান পূর্ণ করল

  • 29 Apr 2021 06:25 PM (IST)

    ডি’ককের হাফ সেঞ্চুরি

    আইপিএলের ১৫তম অর্ধশতরান কুইন্টন ডি’ককের

  • 29 Apr 2021 06:20 PM (IST)

    ১০ ওভারে মুম্বই ৮৭/২

    খেলা বাকি ১০ ওভারের।

  • 29 Apr 2021 06:14 PM (IST)

    সূর্যকুমারের উইকেট হারাল মুম্বই

    ক্রিস মরিসের বলে ১৬ রান করে আউট হলেন সূর্যকুমার যাদব

  • 29 Apr 2021 05:53 PM (IST)

    রোহিতের উইকেট হারাল মুম্বই

    ১৪ রান করে আউট হলেন মু্ম্বই অধিনায়ক

  • 29 Apr 2021 05:52 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে রোহিতরা তুলেছে ৪৯ রান।

  • 29 Apr 2021 05:48 PM (IST)

    ৫ ওভারে মুম্বই ৩৬/০

    ভালো শুরু মুম্বই ইন্ডিয়ান্সের

     

  • 29 Apr 2021 05:25 PM (IST)

    মুম্বইয়ের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও কুইন্টন ডি’কক

  • 29 Apr 2021 05:10 PM (IST)

    রোহিতদের টার্গেট ১৭২

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে রাজস্থান রয়্যালস তুলেছে ১৭১ রান।

  • 29 Apr 2021 04:56 PM (IST)

    সঞ্জুর উইকেট বোল্টের খাতায়

    ৪২ রান করে মাঠ ছাড়লেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন

  • 29 Apr 2021 04:44 PM (IST)

    ১৫ ওভারে রাজস্থান ১২৬/২

    বাকি ৫ ওভার। মুম্বইকে কত টার্গেট দেয় রাজস্থান সেটাই দেখার অপেক্ষা

  • 29 Apr 2021 04:25 PM (IST)

    রাজস্থানের শতরান

    ১২ ওভারে রাজস্থান রয়্যালস দলগত শতরান পূর্ণ করল।

  • 29 Apr 2021 04:18 PM (IST)

    ১০ ওভারে রাজস্থান ৯১/২

    প্রথম ১০ ওভারে দুই উইকেট হারিয়ে রাজস্থান রয়্যালস তুলেছে ৯১ রান

  • 29 Apr 2021 04:17 PM (IST)

    যশস্বী আউট

    ৩২ রান করে মাঠ ছাড়লেন যশস্বী জসওয়াল। রাহুল চাহার ফেরালেন যশস্বীকে

  • 29 Apr 2021 04:06 PM (IST)

    ওপেনার বাটলার ফিরলেন সাজঘরে

    ৪১ রান করে আউট হলেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার।

  • 29 Apr 2021 04:01 PM (IST)

    রাজস্থানের ৫০ রান

    ৬.২ ওভারে রাজস্থান রয়্যালস দলগত ৫০ রান পূর্ণ করল

  • 29 Apr 2021 03:56 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    প্রথম ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে রাজস্থানের স্কোর ৪৭

  • 29 Apr 2021 03:54 PM (IST)

    ৫ ওভারে রাজস্থান ৩৩/০

    ভালো শুরু রাজস্থানের

  • 29 Apr 2021 03:30 PM (IST)

    রাজস্থানের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন যশস্বী জসওয়াল ও জস বাটলার।

  • 29 Apr 2021 03:08 PM (IST)

    রাজস্থানের প্রথম একাদশ

    রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: শিবম দুবে, জস বাটলার, যশস্বী জসওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, জয়দেব উনাদকট, রিয়ান পরাগ, ক্রিস মরিস, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।

  • 29 Apr 2021 03:07 PM (IST)

    মুম্বইয়ের প্রথম একাদশ

    মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি’কক (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, নাথান কুল্টার-নাইল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জয়ন্ত যাদব এবং জশপ্রীত বুমরা।

  • 29 Apr 2021 03:02 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল মুম্বই। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মার।

  • 29 Apr 2021 02:46 PM (IST)

    দিল্লিতে আজ রোহিত-সঞ্জুদের কড়া টক্কর

    দুই দলই পৌঁছে গেছে অরুণ জেটলি স্টেডিয়ামে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আজকের ম্যাচ।