করোনা মোকাবিলায় ৭.৫ কোটি টাকা অনুদান রাজস্থানের

Apr 29, 2021 | 5:07 PM

কোভিড (COVID-19) রিলিফে অর্থ দান করতে এগিয়ে এসেছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার (Rajasthan Royals), টিম ম্যানেজমেন্ট এবং দলের অংশীদাররা।

করোনা মোকাবিলায় ৭.৫ কোটি টাকা অনুদান রাজস্থানের
করোনা মোকাবিলায় ৭.৫ কোটি টাকা অনুদান রাজস্থানের

Follow Us

রাজস্থান: করোনা (Corona) মোকাবিলায় এ বার এগিয়ে এল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। কোভিড রিলিফে ৭.৫ কোটি টাকা অনুদান রাজস্থান রয়্যালসের। দেশজুড়ে করোনার আতঙ্ক। সংক্রমিতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এক দিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭। মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৩ লক্ষ। অক্সিজেন (Oxygen), ভ্যাকসিনের (Vaccine) হাহাকার সর্বত্র। এই খারাপ অবস্থায় দেশের পাশে দাঁড়াল রাজস্থান রয়্যালস।

কোভিড (COVID-19) রিলিফে অর্থ দান করতে এগিয়ে এসেছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার (Rajasthan Royals), টিম ম্যানেজমেন্ট এবং দলের অংশীদাররা। রয়্যাল রাজস্থান ফাউন্ডেশন এবং ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের সম্মিলিত ফান্ডে সেই অনুদান দেওয়া হয়েছে। এই অর্থ দেশের সর্বত্র কাজে লাগানো হবে। তবে এর বেশিরভাগটা অবশ্য খরচ করা হবে রাজস্থানে। অক্সিজেন এবং ওষুধ সরবরাহে বিশেষ করে এই টাকা খরচ করা হবে।

ভারতে কোভিড দমনে কয়েক দিন আগেই এগিয়ে এসেছিলেন কলকাতা নাইট রাইডার্সের অজি পেসার প্যাট কামিন্স। অক্সিজেন সরবরাহের জন্য পিএম কেয়ার ফান্ডে ২৭ লক্ষ টাকা দিয়েছিলেন। এগিয়ে আসেন প্রাক্তন অজি পেসার ব্রেট লি-ও। তিনি ৪২ লক্ষ টাকা অনুদান করেছিলেন।

আরও পড়ুন: IPL 2021 Purple Cap: আরসিবির হর্ষলের দখলেই পার্পল ক্যাপ

Next Article