কলকাতা: আইপিএলের (IPL) পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে তাঁর দল। তিনি রয়েছেন অরেঞ্জ ক্যাপের (Orange Cap) দৌড়ে শীর্ষে। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ২৩টি ম্যাচ হয়েছে। এই ২৩ ম্যাচের পর কমলা টুপি দখলের লড়াইয়ে এক নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ফাফ দু প্লেসি। এখনও পর্যন্ত ৬টি ম্যাচে খেলেছেন চেন্নাইয়ের ওপেনার দু প্লেসি। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ৫৬ রানের দুরন্ত ইনিংস খেলেন দু প্লেসি।
এই ২৩টি ম্যাচের নিরিখে বর্তমানে অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন চেন্নাই সুপার কিংসের ফাফ দু প্লেসি। এখনও পর্যন্ত ৬টি ম্যাচে ২৭০ রান এসেছে তাঁর ব্যাট থেকে। দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের শিখর ধাওয়ান। ৬টি ম্যাচে ২৬৫ রান এসেছে গব্বরের ব্যাট থেকে। তিন নম্বরে রয়েছেন ৬ ম্যাচে ২৪০ রান করা পঞ্জাব কিংসের কেএল রাহুল। ছয় ম্যাচে ২২৩ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের গ্লেন ম্যাক্সওয়েল রয়েছেন চার নম্বরে। সানরাইজার্স হায়দরাবাদের জনি বেয়ারস্টো ৬ ম্যাচে ২১৮ রান করে রয়েছেন ৫ নম্বরে।
আরও পড়ুন: IPL 2021 Purple Cap: আরসিবির হর্ষলের দখলেই পার্পল ক্যাপ