কলকাতা: চলতি মরসুমে আইপিএলের (IPL) ২৩টি ম্যাচ হয়ে গেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রত্যেক মরসুমেই সবথেকে বেশি উইকেটশিকারী বোলার পান পার্পল ক্যাপ (Purple Cap)। বুধবার আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। সেই ম্যাচের পরও, আইপিএলের পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষস্থান আপাতত ধরে রেখেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হর্ষল প্যাটেল (Harshal Patel)।
এখনও পর্যন্ত আইপিএলের যে ২৩টি ম্যাচ হয়েছে, সেই ম্যাচগুলির নিরিখে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন আরসিবির হর্ষল প্যাটেল। ৫ ম্যাচে ২৪ ওভারে ২০৪ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ১৯ উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের আবেশ খান। ১৬১ রান দিয়ে ৬ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন তিনি। তিন নম্বরে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের রশিদ খান। ৬ ম্যাচে ১৪৮ রান দিয়ে রশিদের ঝুলিতে এসেছে ৯ উইকেট। মুম্বই ইন্ডিয়ান্সের রাহুল চাহার রয়েছেন চার নম্বরে। ৫ ম্যাচে ১৩৭ রান দিয়েছেন। তিনি নিয়েছেন ৯টি উইকেট। পাঁচ নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের ক্রিস মরিস। ৫ ম্যাচে ১৬২ রান দিয়ে মরিসের ঝুলিতে রয়েছে ৯ উইকেট।