কলকাতা: ৯ তারিখ থেকে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএল (IPL) শুরু হচ্ছে। সে ম্যাচে মুখোমুখি হবে বিরাট কোহলির (Virat Kohli) আরসিবি (RCB) আর ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। এ বারে কেকেআরের ম্যাচ ইডেনে না পড়লেও, কোহলি-ধোনি-রোহিতদের খেলা রয়েছে ইডেনে। সুষ্ঠুভাবে আইপিএল আয়োজন করতে বিশেষ উদ্যোগ নিল সিএবি (CAB)। কমিটি মেম্বার, স্টাফ এবং মাঠকর্মীদের টিকাকরণের উদ্যোগ নিল সিএবি।
Our President Mr. Avishek Dalmiya, our Honorary Secretary Mr. Snehasish Ganguly and the group CEO of AMRI Mr. Rupak Barua spoke about the initiative ‘Stay Safe Vaccination Drive’ at Eden Gardens.#CAB pic.twitter.com/oIGY8840jG
— CABCricket (@CabCricket) April 29, 2021
শুক্রবার ইডেনে একটি ভ্যাকসিনেশন (Covid Vaccination) ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেখানে টিকা নিতে পারবেন সিএবির কর্মীরা। টিকাকরণের জন্য একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বেধেছে বাংলার ক্রিকেট সংস্থা। আগামীকাল সকাল ১১.৩০টা থেকে ৪টে পর্যন্ত ইডেনের ১৪ নম্বর গেটে চলবে টিকাকরণ। ৪৫-ঊর্ধ্ব সিএবির কর্মীরা সেখানে ভ্যাকসিন নিতে পারবেন। এর আগে আইপিএলের শুরুতেই ওয়াংখেড়েতে বেশ কয়েকজন মাঠকর্মীর করোনা আক্রান্ত হওয়ার খবর শিরোনামে এসেছিল। সেই ঘটনার পর নড়েচড়ে বসেছিল মুম্বই ক্রিকেট সংস্থা। মাঠকর্মীদের স্টেডিয়াম সংলগ্ন জায়গায় থাকার বন্দোবস্ত করেছিল এমসিএ। এ বার কলকাতায় আইপিএল শুরুর আগে কোনওরকম ঝুঁকি নিতে চাইল না সিএবি।
আরও পড়ুন: IPL 2021: আইপিএল থেকে সরে দাঁড়ালেন ২ আম্পায়ার
”Stay Safe Vaccination Drive’ at Eden Gardens.#CAB pic.twitter.com/3xYsgonxIr
— CABCricket (@CabCricket) April 29, 2021
১ মে থেকে ১৮-ঊর্ধ্বদের টিকাকরণের অনুমতি দিয়েছে কেন্দ্র সরকার। কমিটি মেম্বার, স্টাফ, মাঠকর্মীদের টিকাকরণের পর ক্রিকেটারদেরও টিকা দেওয়ার উদ্যোগ নেবে সিএবি। ১ মে-র পর বাংলার ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়া হবে। বাংলার বিভিন্ন লেভেলে খেলা ক্রিকেটারদের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলার ক্রিকেট সংস্থা।