Rohit Sharma : উমরান মালিককে নিয়ে বড় বার্তা অধিনায়কের…কী বললেন রোহিত?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 06, 2022 | 9:46 PM

আয়ারল্যান্ডে প্রথম টি ২০ তে মাত্র এক ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছিলেন। দ্বিতীয় টি ২০ তে লাস্ট ওভারে ১৭ রান ডিফেন্ড করে ৪ রানে দলকে জেতান উমরান।

Follow Us

 

সাউদাম্পটন : কাল শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টি ২০ সিরিজ। কোভিড আক্রান্ত হওয়ায় এজবাস্টন টেস্টে খেলতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আয়ারল্যান্ডে খেলা স্কোয়াডই ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে খেলবে। শুধু যোগ দিচ্ছেন অধিনায়ক রোহিত। টেস্ট খেলা টি ২০ স্কোয়াডের বাকি সদস্যদের পাওয়া যাবে বাকি দুটি ম্যাচে। তিনদিন আগে প্রস্তুতি শুরু করলেও কোচ ভিভিএস লক্ষ্মণ এবং স্কোয়াডের বাকি সদস্যদের সঙ্গে এদিনই দেখা হয়েছে রোহিতের। তাদের কাছ থেকে এতদিনের প্রস্তুতি সম্পর্কে জানার চেষ্টা করেছেন। সাংবাদিক সম্মেলনে নিজেই জানালেন সে কথা। ফিট হওয়ায়, এখন ম্য়াচে নামার অপেক্ষায় রোহিত। এই সিরিজ জেতা যেমন নজর, তেমনই তরুণদের জন্য বিশ্বকাপের মহড়াও। স্বীকার করে নিলেন অধিনায়ক রোহিত শর্মা। এক্সপ্রেস গতির উমরান মালিককে (Umran Malik) নিয়েও বড় বার্তা রোহিতের।

সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, ‘টি ২০ বিশ্বকাপের মহড়া- অবশ্যই। তবে প্রস্তুতি বলব না। সিরিজ জেতা প্রধান লক্ষ্য থাকবে। সঙ্গে এক চোখে বিশ্বকাপের মহড়াও। তরুণ ক্রিকেটাররা আইপিএল, রাজ্য দলের হয়ে ভাল পারফর্ম করে জাতীয় দলে এসেছে। ওদের সুযোগ দিতে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে বড় চ্য়ালেঞ্জ। ছেলেরা অনেক দিন ধরেই এখানে রয়েছে। দুটি প্রস্তুতি ম্য়াচও খেলেছে। আপাতত টি ২০ সিরিজে নজর। এরপর ওডিআই সিরিজও রয়েছে।’ এজবাস্টন টেস্টে খেলতে না পারা সম্পর্কে বলছেন, ‘কেউই দেশের হয়ে খেলা মিস করতে চায় না। কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে না। নেটে ফিরে ভাল লাগছে। আজই দলের বাকিদের সঙ্গে কথা হল। বোঝার চেষ্টা করেছি এতদিন কী হয়েছে। বাইরে থেকে ম্য়াচ দেখা,বিশেষত সিরিজ নির্ণায়ক একটা ম্যাচ, খুবই কষ্টকর। খেলায় ফিরতে পারছি, এটা ভেবে উত্তেজিত।’

আইপিএলে নজর কেড়েছেন এক্সপ্রেস গতির বোলার উমরান মালিক। আয়ারল্য়ান্ডে প্রথম টি ২০ তে মাত্র এক ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছিলেন। দ্বিতীয় টি ২০ তে লাস্ট ওভারে ১৭ রান ডিফেন্ড করে ৪ রানে দলকে জেতান উমরান। তাঁকে কি টি ২০ বিশ্বকাপের পরিকল্পনায় রাখা হয়েছে? রোহিত বললেন, ‘ও আমাদের পরিকল্পনায় ভালভাবেই রয়েছে। ওকে সময় দিচ্ছি নিজের ভূমিকা বোঝার জন্য। দল ওর থেকে কী চায় সেটা বুঝতে পারছে। আমরা কয়েকজনকে দেখে নিতে চাই এবং উমরান অবশ্যই তাদের একজন। বিশ্বকাপের নজরেও রয়েছে। আইপিএলে নজর কেড়েছে। প্রচণ্ড গতিতে বোলিং করতে পারে। আইপিএল, দেশের হয়ে খেলা আলাদা। কোন ভূমিকায় ও মানিয়ে নিতে পারে, সেটা দেখে নিতে চাই।’

 

 

সাউদাম্পটন : কাল শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টি ২০ সিরিজ। কোভিড আক্রান্ত হওয়ায় এজবাস্টন টেস্টে খেলতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আয়ারল্যান্ডে খেলা স্কোয়াডই ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে খেলবে। শুধু যোগ দিচ্ছেন অধিনায়ক রোহিত। টেস্ট খেলা টি ২০ স্কোয়াডের বাকি সদস্যদের পাওয়া যাবে বাকি দুটি ম্যাচে। তিনদিন আগে প্রস্তুতি শুরু করলেও কোচ ভিভিএস লক্ষ্মণ এবং স্কোয়াডের বাকি সদস্যদের সঙ্গে এদিনই দেখা হয়েছে রোহিতের। তাদের কাছ থেকে এতদিনের প্রস্তুতি সম্পর্কে জানার চেষ্টা করেছেন। সাংবাদিক সম্মেলনে নিজেই জানালেন সে কথা। ফিট হওয়ায়, এখন ম্য়াচে নামার অপেক্ষায় রোহিত। এই সিরিজ জেতা যেমন নজর, তেমনই তরুণদের জন্য বিশ্বকাপের মহড়াও। স্বীকার করে নিলেন অধিনায়ক রোহিত শর্মা। এক্সপ্রেস গতির উমরান মালিককে (Umran Malik) নিয়েও বড় বার্তা রোহিতের।

সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, ‘টি ২০ বিশ্বকাপের মহড়া- অবশ্যই। তবে প্রস্তুতি বলব না। সিরিজ জেতা প্রধান লক্ষ্য থাকবে। সঙ্গে এক চোখে বিশ্বকাপের মহড়াও। তরুণ ক্রিকেটাররা আইপিএল, রাজ্য দলের হয়ে ভাল পারফর্ম করে জাতীয় দলে এসেছে। ওদের সুযোগ দিতে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে বড় চ্য়ালেঞ্জ। ছেলেরা অনেক দিন ধরেই এখানে রয়েছে। দুটি প্রস্তুতি ম্য়াচও খেলেছে। আপাতত টি ২০ সিরিজে নজর। এরপর ওডিআই সিরিজও রয়েছে।’ এজবাস্টন টেস্টে খেলতে না পারা সম্পর্কে বলছেন, ‘কেউই দেশের হয়ে খেলা মিস করতে চায় না। কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে না। নেটে ফিরে ভাল লাগছে। আজই দলের বাকিদের সঙ্গে কথা হল। বোঝার চেষ্টা করেছি এতদিন কী হয়েছে। বাইরে থেকে ম্য়াচ দেখা,বিশেষত সিরিজ নির্ণায়ক একটা ম্যাচ, খুবই কষ্টকর। খেলায় ফিরতে পারছি, এটা ভেবে উত্তেজিত।’

আইপিএলে নজর কেড়েছেন এক্সপ্রেস গতির বোলার উমরান মালিক। আয়ারল্য়ান্ডে প্রথম টি ২০ তে মাত্র এক ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছিলেন। দ্বিতীয় টি ২০ তে লাস্ট ওভারে ১৭ রান ডিফেন্ড করে ৪ রানে দলকে জেতান উমরান। তাঁকে কি টি ২০ বিশ্বকাপের পরিকল্পনায় রাখা হয়েছে? রোহিত বললেন, ‘ও আমাদের পরিকল্পনায় ভালভাবেই রয়েছে। ওকে সময় দিচ্ছি নিজের ভূমিকা বোঝার জন্য। দল ওর থেকে কী চায় সেটা বুঝতে পারছে। আমরা কয়েকজনকে দেখে নিতে চাই এবং উমরান অবশ্যই তাদের একজন। বিশ্বকাপের নজরেও রয়েছে। আইপিএলে নজর কেড়েছে। প্রচণ্ড গতিতে বোলিং করতে পারে। আইপিএল, দেশের হয়ে খেলা আলাদা। কোন ভূমিকায় ও মানিয়ে নিতে পারে, সেটা দেখে নিতে চাই।’

 

Next Article