AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Six Sixes Watch: ৬ বলে ৬ ছক্কা! বিরলতম রেকর্ডে যুবরাজকে ছুঁয়ে ফেললেন অন্ধ্রপ্রদেশের ক্রিকেটার!

Six Sixes in an Over-Yuvraj Singh: ১৯৮৫ সালে বম্বের হয়ে খেলার সময় বরোদার বোলার তিলক রাজের বিরুদ্ধে ৬ বলে ছ'টা ছয় মেরেছিলেন। ঘরোয়া ক্রিকেটে এ বার তেমনই এক কাণ্ড ঘটিয়ে ফেললেন। অনূর্ধ্ব ২৩ ক্রিকেটে বুধবার অন্ধ্রপ্রদেশের ভামসি কৃষ্ণা ৬ বলে ছ'টা ছয় মেরে হইচই ফেলে দিয়েছেন। কাড়াপাতে রেলের বিরুদ্ধে ৬৪ বলে ১১০ করেন কৃষ্ণা। যার মধ্যে এক ওভারে রয়েছে ছ'টা ছয়ের তাণ্ডব। রেলের হতভাগ্য বোলারের নাম দামনদীপ সিং। যাঁর বিরুদ্ধে পর পর ছ'টা ছয় মারলেন কৃষ্ণা।

Six Sixes Watch: ৬ বলে ৬ ছক্কা! বিরলতম রেকর্ডে যুবরাজকে ছুঁয়ে ফেললেন অন্ধ্রপ্রদেশের ক্রিকেটার!
Image Credit: ScreenGrab
| Edited By: | Updated on: Feb 21, 2024 | 7:50 PM
Share

কলকাতা: ক্রিকেটে কিছু জিনিস খুব বিরল হয়। বোলারদের ক্ষেত্রে যেমন হ্যাটট্রিক। যা সচারাচর দেখা যায় না। ব্যাটারদের ক্ষেত্রে তাই ৬ বলে ৬টা ছয়। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে পর পর ছ’টা ছয় মেরেছিলেন ভারতের যুবরাজ সিং। কুড়ি-বিশের বিশ্বকাপে সেই রেকর্ড এখনও অক্ষত। যুবরাজের আগেও ছ’বলে ছয় ছক্কা মেরেছেন অনেকেই। জসকিরণ সিং, কায়রন পোলার্ড, গ্যারি সোবার্স থেকে হার্সল গিবসরা এই বিরল ক্লাবের সদস্য। আর রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং কোচ রবি শাস্ত্রীও। তেমনই বিরল রেকর্ড এ বার দেখা গেল সিকে নাইডু ট্রফিতে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

১৯৮৫ সালে বম্বের হয়ে খেলার সময় বরোদার বোলার তিলক রাজের বিরুদ্ধে ৬ বলে ছ’টা ছয় মেরেছিলেন। ঘরোয়া ক্রিকেটে এ বার তেমনই এক কাণ্ড ঘটিয়ে ফেললেন। অনূর্ধ্ব ২৩ ক্রিকেটে বুধবার অন্ধ্রপ্রদেশের ভামসি কৃষ্ণা ৬ বলে ছ’টা ছয় মেরে হইচই ফেলে দিয়েছেন। কাড়াপাতে রেলের বিরুদ্ধে ৬৪ বলে ১১০ করেন কৃষ্ণা। যার মধ্যে এক ওভারে রয়েছে ছ’টা ছয়ের তাণ্ডব। রেলের হতভাগ্য বোলারের নাম দামনদীপ সিং। যাঁর বিরুদ্ধে পর পর ছ’টা ছয় মারলেন কৃষ্ণা।

শুরুতে ব্যাট করে রেল জোড়া ডাবল সেঞ্চুরির সুবাদে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ৮৬৫-৯ করেছিল। জবাবে অন্ধ্র মাত্র ৩৭৮ করতে পেরেছে। ম্যাচ ড্র হয়েছে। তাতে নিয়ে অবশ্য আক্ষেপ নেই। কারণ কৃষ্ণা একাই জমিয়ে দিয়েছেন পুরো ম্যাচ। বিস্ফোরক ইনিংস যেমন খেলেছেন, তেমনই বিপক্ষের বোলিং ঠান্ডা মাথায় শেষ করেছেন একাই। আইপিএল শুরু হবে একমাস পর। কৃষ্ণার লীলা কি সেখানেও দেখা যাবে।