MI vs KKR : কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতরান, কী বললেন ভেঙ্কি?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Apr 16, 2023 | 7:23 PM

Venkatesh Iyer : এ বারের আইপিএলে কেকেআর শিবিরে অন্যতম ধারাবাহিক ব্য়াটার ভেঙ্কটেশ আইয়ার। ধারাবাহিকতার রহস্য কী?

MI vs KKR : কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতরান, কী বললেন ভেঙ্কি?
Image Credit source: IPL

Follow Us

মুম্বই : টি-টোয়েন্টি কেরিয়ারে ১১টা অর্ধশতরান। কিন্তু তিন অঙ্কের রানে পৌঁছতে পারছিলেন না। এ মরসুমে একটা ৮৩ রানের ইনিংসও ছিল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবশ্য অর্ধশতরানের ইনিংসও নেই। এত দিনের নানা আক্ষেপ যেন মিটল একটা ইনিংসে। এক দিকে প্রচণ্ড গরম। তার ওপর চোট। সব কিছুর বিরুদ্ধেই জিতলেন ভেঙ্কটেশ আইয়ার। কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতরান এল ৪৯ বলে। এ বারের আইপিএলে এই নিয়ে দ্বিতীয় সেঞ্চুরি। দ্রুততমও। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হ্যারি ব্রুক। তিনি ৫৫ বলে শতরান করেছিলেন। ভেঙ্কটেশ আইয়ার করলেন ৪৯ বলে। এ মরসুমে সর্বাধিক স্কোরও এল ভেঙ্কটেশের ব্যাটেই। হ্য়ারি ব্রুক ৫৫ বলে ১০০ রানে অপরাজিত ছিলেন। ভেঙ্কটেশ ৫১ বলে ১০৪ রানে আউট হন। অনবদ্য একটা শতরানের ইনিংসের পর কী বললেন ভেঙ্কটেশ? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এ মরসুমে ধারাবাহিক রানে থাকলেও তাঁর ব্য়াটিং পজিশন ফিক্সড নয়। কখনও ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে নামানো হচ্ছে। ওপেনও করেছেন, আবার তিন নম্বরেও ব্য়াট করতে হয়েছে। মুম্বইয়ের বিরুদ্ধেও নাইটদের ওপেনিং জুটি ব্যর্থ হওয়ায় তিনে নামেন ভেঙ্কটেশ। কিছুক্ষণের মধ্য়েই অস্বস্তিতে পড়তে হল তাঁকে। ক্য়ামেরন গ্রিনের বোলিংয়ে স্কুপ শট চেষ্টা করেন ভেঙ্কটেশ। ব্য়াটে-বলে সংযোগ হয়নি। বল লাগে হাঁটুতে। ব্যাথায় মাঠেই শুয়ে পড়েন। তীব্র গরমও ছিল। মাঠেই শুশ্রুষা হয়। ব্যাথা কমানোর স্প্রে নিয়ে ব্য়াটিং চালিয়ে যান। শুধু তাই কেকেআরের ব্য়াটিংয়ে কুম্ভ হয়ে দাঁড়ান ভেঙ্কটেশই। কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতরানের পর ভেঙ্কটেশ বলেন, ‘মুম্বইয়ে আসা এবং এমন একটা ইনিংস নিঃসন্দেহে দারুণ অনুভূতি। আমি টিমের কথাই ভাবছি।’

এ বারের আইপিএলে কেকেআর শিবিরে অন্যতম ধারাবাহিক ব্য়াটার ভেঙ্কটেশ আইয়ার। ধারাবাহিকতার রহস্য কী? ভেঙ্কির কথায়, ‘শুধু এ মরসুমই নয়। আমি সবসময় টিমের জন্য খেলার চেষ্টা করি। আমি ক্রিজে থাকলে সেই মুহূর্তের কথা ভাবি। সেটা ইনিংসের ষষ্ঠ ওভার হোক কিংবা ১৬তম ওভার। এমন নয় যে, ষষ্ঠ ওভারে দাঁড়িয়ে ভাবছি স্লগ ওভারে কী হতে চলেছে।’ তাঁর অনবদ্য শতরানেও অবশ্য দলের জয় এল না। ভেঙ্কটেশ ১০৪ রান করলেও দলের মোট স্কোর ১৮৫। ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই স্কোর যথেষ্ঠ ছিল না। তবে আইপিএলের প্রথম সংস্করণের উদ্বোধনী ম্য়াচে ব্রেন্ডন ম্য়াকালামের পর দ্বিতীয় সেঞ্চুরিয়ান পেল কলকাতা নাইট রাইডার্স। পেরিয়ে গিয়েছে ১৫টা বছর।

Next Article