Venkatesh Iyer: দেশের হয়ে ভয়ডরহীন ক্রিকেটই খেলব, বলছেন ভেঙ্কটেশ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 10, 2021 | 7:44 PM

আইপিএলের (IPL) দ্বিতীয় পর্বে সেরা আবিষ্কার ছিলেন ভেঙ্কটেশ। কেকেআরের (KKR) হয়ে ওপেন করতে নেমে সাফল্য যেমন নিজে পেয়েছেন, দিয়েছেন টিমকেও। ১০টা ম্যাচ খেলে নাইটদের হয়ে করেছেন ৩৭০ রান। প্রথম থেকেই পরিণতবোধ দেখিয়েছেন ভেঙ্কটেশ।

Venkatesh Iyer: দেশের হয়ে ভয়ডরহীন ক্রিকেটই খেলব, বলছেন ভেঙ্কটেশ
Venkatesh Iyer: দেশের হয়ে ভয়ডরহীন ক্রিকেটই খেলব, বলছেন ভেঙ্কটেশ

Follow Us

নয়াদিল্লি‌: কেরালার কাছে ম্যাচ হেরে মনখারাপে ডুবে ছিলেন তিনি। হোটেলে নিজের রুমে বসে ভুলত্রুটি নিয়ে কাটাছেঁড়া চালাচ্ছিলেন। এমন সময় দরজায় টোকা দেন এক টিমেমেট। দরজা খুলে দেখেন, আবেশ খান দাঁড়িয়ে আছেন। আবেশই বলেন, ভারতীয় টিমে সুযোগ পেয়েছেন তিনি! রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে টি-টোয়েন্টি অভিষেক হবে তাঁর! শুরুতে হয়তো বিশ্বাস করেননি। কিন্তু টিভিতে, সোশ্যাল মিডিয়ায়, তখন স্বপ্ন সত্যি হওয়ার খবর চাউর হয়ে গিয়েছে। আর তা শুনে জোয়ারে ভেসে গিয়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)।

ভেঙ্কটেশ বলেছেন, ‘ভারতীয় টিমে একদিন খেলব, এই স্বপ্নটা নিয়েই তো ব্যাট করতে যাই সব ম্যাচে। কিন্তু সেটা যে পূরণ হয়ে যাবে, তা ভাবিনি। পরিশ্রম করেছি। সব ম্যাচেই নিজের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করি। টিমকে যতটা বেশি সম্ভব রান দেওয়ার চেষ্টা করি। দেশের হয়ে খেলার স্বপ্নটা এ বার পূরণ হতে চলেছে। আবেশ এই খবরটা আমার কাছে ব্রেক করেছিল।’

আইপিএলের (IPL) দ্বিতীয় পর্বে সেরা আবিষ্কার ছিলেন ভেঙ্কটেশ। কেকেআরের (KKR) হয়ে ওপেন করতে নেমে সাফল্য যেমন নিজে পেয়েছেন, দিয়েছেন টিমকেও। ১০টা ম্যাচ খেলে নাইটদের হয়ে করেছেন ৩৭০ রান। প্রথম থেকেই পরিণতবোধ দেখিয়েছেন ভেঙ্কটেশ। তবে শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও রীতিমতো উইকেট তুলেছেন। ভেঙ্কটেশ নিজেকে অ?রাউন্ডারই মনে করেন। তাঁর কথায়, ‘আমি অলরাউন্ডার। টিম যে ভাবে চাইবে, ঠিক সে ভাবেই মানিয়ে নেব। কোন টিমের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামব, তা নিয়ে ভাবছি না। আমি যাতে সেরাটা দিতে পারি, সেটা নিয়েই ভাবছি।’

আইপিএলের পরও যে ফর্মে আছেন তিনি, সেটা মুস্তাক আলি ট্রফিতে চোখ রাখলেই বোঝা যাবে। ৫টা ম্যাচ খেলে ১৫৫ রান করেছেন। যা এই মুহূর্তে সর্বোচ্চ। যা নিয়ে ভেঙ্কটেশের উত্তর, ‘আমি সব সময় ভয়ডরহীন ব্যাটিংই করি। ও ভাবেই খেলাটা শিখেছি। ব্যাট করতে যাওয়ার সময় যে কারণে আমার মধ্যে প্রচুর আত্মবিশ্বাস থাকে। যে কোনও জায়গায় ব্যাট করতে যেমন তৈরি, যে কোনও পরিস্থিতিতে বল করার জন্যও প্রস্তুত।’

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলে খেললেও রোহিতের সঙ্গে এই প্রথম খেলার সুযোগ পাবেন। আর তার জন্য মুখিযে আছেন তিনি। ভেঙ্কটেশের কথায, ‘রোহিত ভাইয়ের ক্যাপ্টেন্সিতে খেলার জন্য মুখিয়ে আছি। ও অসাধারণ ক্রিকেটার। রোহিত ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পাব। টিমটাও খুব ভালো হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, আমরা ঠিক ভালো পারফর্ম করব।’

Next Article