কলকাতা: ৭৩ বছর আগে একবার এমন অবিশ্বাস্য কাণ্ড করে দেখিয়েছিল বিহার। তখন বিহার ছিল অত্যন্ত শক্তিশালী টিম। আধুনিক বিহার যে ঐতিহ্য থেকে বহু দূরে। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) দিল্লির বিরুদ্ধে বিহারের সেই সাফল্যই সোনার অক্ষরে লেখা ছিল রেকর্ড বুকে। তা এ বার ভেঙে গেল। তাও অবিশ্বাস্য ভাবেই। লক্ষ্য ছিল মাত্র ৭৩। কিন্তু সেই টার্গেটও পূরণ করতে পারল না গুজরাট। ১৯ রান আগেই থেমে গেল তারা। রঞ্জি ট্রফিতে ৭৩ বছরের রেকর্ড তো ভেঙে গেলই, সেই সঙ্গে তৈরি হয়ে গেল ভারতীয় ক্রিকেটে এক নতুন রেকর্ড। জামতার মাঠে গুজরাটের (Gujarat) বিরুদ্ধে বিদর্ভের (Vidarbha) ১৮ রানে জয় নিয়ে হইচই পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটে। অনেকেই অবাক হয়ে যাচ্ছেন বিপর্যয়ের এই রেকর্ড দেখে। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
ঘটনা হচ্ছে, এই ম্যাচেরই প্রথম ইনিংসে মাত্র ৭৪ রানে অলআউট হয়ে গিয়েছিল বিদর্ভ। প্রথম ইনিংসে ২৫৬ রান করেছিল গুজরাট। দারুণ ভাবে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিলেন হেত প্যাটেল, হেমঙ্গ প্যাটেলরা। কিন্তু প্রথম ইনিংসে বড় লিড নিতে না পারার খেসারত দিতে হল তাদের। বিদর্ভ দ্বিতীয় ইনিংসে তোলে ২৫৪ রান। গুজরাটের সামনে জেতার জন্য লক্ষ্য ছিল মাত্র ৭৩। সেই অতি অল্প রানও তুলতে পারল না গুজরাট। ৫৪ রানে অলআউট হয়ে যায় তারা। বিদর্ভকে জেতানোর কারিগর অবশ্য বিদর্ভের বাঁ হাতি স্পিনার আদিত্য সরওয়াতে। প্রথম ইনিংসে তাঁর দাপটেই খুব বেশি দূর এগোতে পারেনি গুজরাট। নিয়েছিলেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে আরও অনবদ্য তিনি। নিলেন ৬ উইকেট। ম্যাচে মোট ১১ উইকেট নিলেন। আদিত্যর দুরন্ত বোলিংয়েই ম্যাচ জিতে নিল গুজরাট।
গুজরাটের প্রথম তিনটে উইকেটই আদিত্যর। ওপেনার প্রিয়স প্যাটেল (০), আর্য দেশাই (৩), ভার্গভ মেরাইকে (৬) দ্রুত ফিরিয়ে দেন। কিছুটা রান করেন সিদ্ধার্থ দেশাই (১৮)। তাও জেতার জন্য যথেষ্ট নয়। বাকিরা কেউই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। হর্ষ দেশাই নিয়েছেন ৩ উইকেট।