Vinod Kambli: মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর! সচিনের বাল্যবন্ধু বিনোদ কাম্বলির বিরুদ্ধে বড়সড় অভিযোগ
Vinod Kambli: প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী বান্দ্রা পুলিশকে জানিয়েছেন, শনিবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন তিনি। সেখান থেকেই বচসার সুত্রপাত।
মুম্বই: কিছুদিন আগে চাকরির খোঁজ করে শিরোনামে উঠে এসেছিলেন সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) বাল্যবন্ধু, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি (Vinod Kambli)। এ বার ফের শিরোনামে তিনি। তবে এ বার মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। তাঁর স্ত্রী আন্দ্রেয়া হিউয়ি, কাম্বলির বিরুদ্ধে বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন রান্না করার প্যান দিয়ে আন্দ্রেয়ার মাথায় আঘাত করেছেন কাম্বলি। শনিবার রাতে বান্দ্রার ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। ঠিক কী ঘটেছিল সেদিন? বিস্তারিত তুলে ধরল TV9 Bangla।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির স্ত্রী বান্দ্রা পুলিশকে জানিয়েছেন, শনিবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন তিনি। সেখান থেকেই বচসার সূত্রপাত। এরপরই স্ত্রীর উপর চড়াও হন বিনোদ। মত্ত অবস্থায় চলে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর। রান্না করার প্যান দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন বিনোদ, এমনটিই জানিয়েছেন আন্দ্রেয়া। পুরো ঘটনার সাক্ষী ছিল তাঁদের ১২ বছরের ছেলে। ঘটনার জেরে পিঠে ও মাথায় চোট পেয়েছেন বিনোদের স্ত্রী। এর পর বান্দ্রার এক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান বিনোদের স্ত্রী। তারপরই বান্দ্রা থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য ছোটেন আন্দ্রেয়া।
প্রায় নিত্যদিনের সমস্যার সমাধান চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী। বিনোদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৪ (স্বেচ্ছায় বিপজ্জনক অস্ত্র দিয়া আঘাত) ও ৫০৪ (অপমান করা) ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার পর থেকেই নিজের মোবাইল ফোন বন্ধ রেখেছেন বিনোদ কাম্বলি। সচিনের বাল্যবন্ধুর স্ত্রী তাঁর নামে অভিযোগ দায়ের করার পর থেকে, মুম্বই পুলিশের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। কিন্তু বিনোদের তরফ থেকে কোনও উত্তর মেলেনি। উপযুক্ত প্রমাণ পেলে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলেই জানা গিয়েছে।