বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পেরিয়ে গেলেন। প্রতিটা ম্যাচে যেন তাঁর জন্য নতুন কোনও রেকর্ড অপেক্ষা করে থাকে। আপাতত বিশ্রামে বিরাট কোহলি। শুধু তিনিই নন। রোহিতদের মতো সিনিয়ররাও বিশ্রামে। সামনেই এশিয়া কাপ। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও রয়েছে। কিন্তু ভারতীয় ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় অক্টোবরের। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। ২০১৩ সাল থেকে আইসিসি টুর্নামেন্টে ভারতের ট্রফি খরা চলছে। ২০১১ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল ভারত। এ বারও দেশের মাটিতে বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেট প্রেমীদের প্রত্যাশার পারদ চলছে। আর বিশ্বকাপ জিততে বিরাট কোহলির ফর্ম কতটা গুরুত্বপূর্ণ, তা কারও অজানা নয়। তার আগে বিরাটের কেরিয়ারের একটা বিষয়ে নজর দেওয়া যাক। ভিন্ন দেশে টেস্ট সেঞ্চুরি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।
দেশের মাটিতে পারফরম্যান্স অনেকেই করে থাকেন। তবে স্টার প্লেয়াররা ঘরে-বাইরে সব জায়গাতেই পারফর্ম করবেন, এমনটাই প্রত্যাশিত। বিরাট কোহলির আগে যে প্রত্যাশা থাকত সচিন তেন্ডুলকরকে ঘিরে। সেই প্রত্যাশা পূরণও করেছেন সচিন। বিশ্বের অনেক তারকা ক্রিকেটারই নিজের দেশেই শুধু নন, ক্রিকেট বিশ্বেরও আইকন। সচিন তেন্ডুলকরের পর সেই মাতামাতি হয় বিরাট কোহলিকে ঘিরে। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫টা বছর পেরিয়ে গেলেও তাঁকে নিয়ে উন্মাদনায় ভাটা পড়েনি। হবে নাই বা কেন! যে দেশেই খেলতে গিয়েছেন, দেশের জন্য পারফর্ম করেছেন, তেমনই সে দেশের ক্রিকেট প্রেমীদের বিনোদন উপহার।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড সচিন তেন্ডুলকরের। সেঞ্চুরির সেঞ্চুরি রয়েছে সচিনের। শতরানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। দেশের জার্সিতে তাঁর শতরানের সংখ্য়া ৭৬। কিং কোহলি ন’টি দেশে ওয়ান ডে ক্রিকেট খেলেছেন। এর মধ্যে ৯টি দেশেই রয়েছে ওডিআই সেঞ্চুরি। তেমনই বিদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে ওডিআই এবং টেস্ট দুই ফরম্যাটেই সেঞ্চুরি রয়েছে ছ’টি দেশে। সেগুলি হল-অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ক্রিকেটে আটটি দেশে সেঞ্চুরি। খেলেছেন ন’টি দেশে। একমাত্র একটি দেশেই তাঁর টেস্ট সেঞ্চুরি নেই। সেটি হল বাংলাদেশ। প্রতিবেশী দেশে যদিও তিনটি মাত্র টেস্ট খেলেছেন বিরাট। তবে তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি। একই দেশে টেস্ট এবং ওডিআই, দুই ফরম্যাটেই কোহলির চেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে মাত্র দু-জন ক্রিকেটারের। তাঁরা হলেন সচিন তেন্ডুলকর এবং কুমার সাঙ্গাকারা। সাতটি দেশে টেস্ট ও ওডিআই, দুই ফরম্যাটেই সেঞ্চুরি রয়েছে সচিন-সাঙ্গার। বাংলাদেশের মাটিতেও একটা সেঞ্চুরি থাকলে যেমন, ‘একশোয় একশো’ পেতেন বিরাট।