নয়াদিল্লি: সেলেব দম্পতির মধ্যে বিরুষ্কার জনপ্রিয়তা বরাবরই তুঙ্গে। তাঁরা কোনও জায়গায় বেড়াতে গেলে তা নিয়ে আগ্রহ দেখান তাঁদের অনুরাগীরাও। বর্তমানে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন। যদিও ক্যারিবিয়ান সফরের পর এখন তিনি ছুটিতে রয়েছেন। কিন্তু ছুটি বলে নিজেকে ফিট না রাখার পাত্র তো কোহলি নন। তাই কিং কোহলির দিনের অনেকটা সময় কাটছে জিমেই। যে ছবি-ভিডিয়ো মাঝে মাঝেই ইন্সটাগ্রামে শেয়ার করছেন কোহলি। এ বার বিরাট তাঁর বার্বাডোজের এক সুখস্মৃতি তুলে ধরলেন। যেখানে বিরাট জানিয়েছেন, স্ত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) নিয়ে বার্বাডোজের কোথায় সব চেয়ে ভালো খাবার খেয়েছেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ইন্সটাগ্রামে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন বিরাট কোহলি। সেই ছবিতে তাঁদের পিছনে দেখা যায় একটি রেস্তোরাঁর সাইড মেনু। ওই ছবির ক্যাপশনে বিরাট লিখেছেন, ‘বার্বাডোজের Cafe A LA Mer – তে অবশ্যই সকলের যাওয়া উচিত। আমরা এখানে সব চেয়ে সেরা খাবার খেয়েছি।’ উল্লেখ্য, সেই ছবিতে হাসিমুখে পোজ দিতে দেখা যায় বিরুষ্কাকে। বিরাটের পরণে ছিল কালো শার্ট ও সাদা রংয়ের শর্টস, তাতে ফুলের ছবি। এবং পায়ে স্লিপার। মাথায় অলিভ রংয়ের টুপি। অন্যদিকে অনুষ্কা বেছে নিয়েছিলেন হালকা নীল টি-শার্ট, সানগ্লাস এবং স্লিপার। তাঁদের এই পোশাক চয়নই বলে দিচ্ছে, তাঁরা ফুরফুরে মেজাজে ছিলেন।
উল্লেখ্য, বার্বাডোজের Cafe A LA Mer এই রোস্তোরাঁটি লোয়ার বে স্ট্রিটে অবস্থিত। সেখানে ব্রেকফাস্টের আলাদা মেনু রয়েছে। বিরাটের শেয়ার করা ছবিতে দেখা যায় স্মুদি, পাস্তার মতো একাধিক খাবার সেখানে পাওয়া যায়। এখনও অবধি বিরাটের শেয়ার করা এই ছবিতে ৩২ লক্ষ ২৬ হাজার ৩৯৭ জন লাইক করেছেন।