যখন ১১-ই আচ্ছন্ন বিরাট

Jan 12, 2021 | 1:35 PM

'১১' যেন কোহলির জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে ওতোপ্রতোভাবে। ব্যক্তিগত জীবন থেকে ক্রিকেট, ১১-র মহিমাই ভিকে।

যখন ১১-ই আচ্ছন্ন বিরাট
যখন ১১-ই আচ্ছন্ন বিরাট।

Follow Us

কলকাতা: ভারত অধিনায়কের জীবনের সঙ্গে জুড়ে গেল ‘১১ নম্বর’। কাকতালীয় হলেও সত্যি। বিরাট কোহলি জন্মেছিলেন ৩রা নভেম্বর। সে দিক থেকে দেখলে, নভেম্বর হল বছরের ‘১১ নম্বর’ মাস। আবার অনুষ্কা শর্মার সঙ্গে ‘১১ ডিসেম্বর’ গাঁটছড়া বেঁধেছিলেন বিরাট কোহলি। তিনি বাবা হলেন ‘১১ জানুয়ারি’। অদ্ভুত হলেও এটাই সত্যি। ‘১১’ যেন কোহলির জীবনের সঙ্গে জড়িয়ে গেল ওতোপ্রতোভাবে।

আরও পড়ুন : বাবা হলেন বিরাট

সংখ্যাতত্ত্বে অনেকেই বিশ্বাসী। ক্রিকেটার-ফুটবলারদেরও অনেক ক্ষেত্রে সংখ্যাতত্ত্বের সংস্কারে আচ্ছন্ন হতে দেখা গিয়েছে। যেমন বাইচুং ভুটিয়ার লাকি নম্বর ‘১৫ নম্বর’। ফুটবলে জার্সি নম্বর থেকে ফোন নম্বর সবখানেই বাইচুংয়ের সঙ্গী থেকেছে ‘১৫’ নম্বর। সচিন তেন্ডুলকরের ‘১০ নম্বর’ জার্সি আজীবনের জন্য তুলে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তেমনই সংখ্যাতত্ত্বের এই আশ্চর্য জগতে নতুন নাম বিরাট কোহলি (Virat Kohli)।

আরও পড়ুন :  লক্ষ্মী এল ঘরে…

ব্যক্তিগত জীবনেই শেষ নয়। ক্রিকেটীয় জীবনেও কোহলির সঙ্গে জুড়ে রয়েছে ‘১১ নম্বর’। কোহলিই একমাত্র অধিনায়ক যিনি এক ক্যালেন্ডার বর্ষে ১১টি সেঞ্চুরি করেছেন। আসন্ন টি-২০ বিশ্বকাপ আবার বিরাট কোহলির ১১ নম্বর আইসিসি টুর্নামেন্ট। বিরাট কোহলি আর ১১ নম্বর যেন একে অপরের পরিপূরক।

Next Article