Virat Kohli: অটোগ্রাফ, সেলফির হিড়িক আর গিফ্ট; বার্বাডোজে যখন কোহলি ম্যানিয়া!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 30, 2023 | 2:13 PM

IND vs WI, Watch Video: বার্বাডোজে বিরাট কোহলিকে ভালোবাসায় ভরিয়ে দিলেন ভারতের ক্রিকেট ফ্যানেরা। এক খুদে ভক্তর থেকে উপহারও পান বিরাট। যা বেশ মনে ধরেছে ভিকের।

Virat Kohli: অটোগ্রাফ, সেলফির হিড়িক আর গিফ্ট; বার্বাডোজে যখন কোহলি ম্যানিয়া!
Virat Kohli: অটোগ্রাফ, সেলফির হিড়িক আর গিফ্ট; বার্বাডোজে যখন কোহলি ম্যানিয়া!
Image Credit source: BCCI

Follow Us

বার্বাডোজ: ভারত-ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) ম্যাচ দেখতে বার্বাডোজে আসা একাধিক সমর্থকের মন জয় করে নিলেন কিং কোহলি। দ্বিতীয় ওডিআই ম্যাচ শুরু হওয়ার আগে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের দেখে ভারতীয় ফ্যানেরা ডাকাডাকি করতে থাকেন। দর্শকদের ডাক শুনে স্ট্যান্ডের কাছে পৌঁছে যান বিরাট-রোহিতরা। প্রিয় তারকাকে সামনে দেখে উচ্ছ্বাসে মেতে ওঠেন দর্শকরা। এক খুদে ভক্ত বিরাটের হাতে তুলে দেন এক মিষ্টি উপহার। এরপরই চলতে থাকে অটোগ্রাফ নেওয়া ও সেলফি তোলার পালা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বার্বাডোজে মিষ্টি উপহার পেলেন বিরাট

প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে খেলা দেখতে আসা এক খুদে ভক্ত তার হাতে বানানো ব্রেসলেট উপহার দিয়েছে। বিসিসিআই সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। সেখানে দেখা গিয়েছে, বিরাটকে তাঁর এক খুদে ফ্যান বলে, আমি তোমার জন্য একটা গিফ্ট বানিয়েছি। বিরাট যা দেখে বলেন, ‘সুন্দর’। এরপর সেই খুদের সঙ্গে কথা বলতে বলতে বিরাট ওই ব্রেসলেট হাতে পরে নেন। ওই খুদে ভক্তর বাবা বলেন, ‘আমাদের দারুণ লাগল বিরাট এখানে এসে আমাদের সঙ্গে সেলফি তুললেন। অটোগ্রাফ দিলেন। এবং আমার মেয়ের বানানো ব্রেসলেট আমাদের সামনেই হাতে পরলেন।’

বিরাট কোহলির পাশাপাশি বার্বাডোজে ম্যাচ দেখতে আসা টিম ইন্ডিয়ার ফ্যানেরা সূর্যকুমার যাদব এবং ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গেও সেলফি তোলেন এবং তাঁদের অটোগ্রাফ নেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওডিআইয়ের প্রসঙ্গে বলতে গেলে, টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাটিং করে ৪০.৫ ওভারে ১৮১ রান তুলে অল আউট হয়ে যায় ভারত। ম্যাচের মাঝে বৃষ্টি কয়েকবার বাধা দিয়েছিল। কিন্তু শেষ অবধি ৬ উইকেটে দ্বিতীয় ওডিআই জিতে সিরিজে সমতা ফেরায় ক্যারিবিয়ানরা।

Next Article