AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli Batting Video: ট্রেডমার্ক কভার ড্রাইভ, ক্লাসিক আপার কাট, নেটে বিধ্বংসী বিরাট

অফসাইডে খেলার পাশাপাশি, অন ড্রাইভ, পুল এবং আপার কাটও করলেন বিরাট।

Virat Kohli Batting Video: ট্রেডমার্ক কভার ড্রাইভ, ক্লাসিক আপার কাট, নেটে বিধ্বংসী বিরাট
লর্ডসের নেটে বিরাট।Image Credit: TWITTER
| Edited By: | Updated on: Jul 14, 2022 | 4:59 PM
Share

লন্ডন : লর্ডসে আজ দ্বিতীয় ওডিআইতে খেলতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। ইঙ্গিত তেমনই। ম্যাচের আগের দিন অনুশীলন ছিল না। ম্যাচের দিন ওয়ার্ম আপে লর্ডসের (Lord’s) নেটে ব্য়াট করছেন বিরাট কোহলি। টি ২০ সিরিজের শেষ ম্যাচে কুঁচকিতে চোট লেগেছিল বিরাট কোহলির। ফলে ওভালে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয় ওডিআইতে তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা ছিল। তা পুরোপুরি কাটেনি যদিও। তবে লর্ডসের নেটে বিরাটের ব্য়াটিং দেখে আন্দাজ করা যায়, আজ তিনি খেলবেন।

কিং কোহলিকে নেটে দেখতেও হাজির প্রচুর সমর্থক। কোহলির ট্রেড মার্ক কভার ড্রাইভে চিৎকার। এমনও বলতে শোনা গেল, ‘ফর্মে ফিরছে।’ দুটো শটের পর মজা করে বলতে শোনা গেল, ‘এই তো, দুটি বাউন্ডারি হয়ে গেল।’ নেটে খুবই সাবলীল দেখাচ্ছিল কোহলিকে। অফসাইডে খেলার পাশাপাশি, অন ড্রাইভ, পুল এবং আপার কাটও করলেন বিরাট। একটা বল প্যাডে লাগতেই লাইভ কমেন্ট্রি, ‘লেগ স্টাম্পের বাইরে যাচ্ছে।’

এদিনই ওয়েস্ট ইন্ডিজ সফরের টি ২০ স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ওডিআই সিরিজের দল আগেই ঘোষণা হয়েছিল। টি ২০ স্কোয়াডেও তাঁকে রাখা হয়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল, বিরাটের ফিটনেস নিয়ে। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে নাকি চোটের জন্য রাখা হয়নি, প্রশ্ন ছিলই। পাশাপাশি প্রশ্ন উঠছিল, টি ২০ বিশ্বকাপে বোর্ডের পরিকল্পনায় বিরাট রয়েছেন কী না বিরাট। সব প্রশ্নের উত্তর না পাওয়া গেলেও সাময়িক স্বস্তি, বিরাটের চোট ততটা গুরুতর নয়। অন্তত নেট সেশন দেখে তাই বলা যায়। ম্যাচে খেললে অনেক উত্তরই জানা যাবে। নেটে যেমন বিধ্বংসী মেজাজে দেখা গেল, লর্ডসে কি বড় ইনিংস খেলে সমালোচনা বন্ধ করতে পারবেন বিরাট?