Virat Kohli: দাম কমলেও শীর্ষস্থানে বিরাট কোহলি
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরাট ছাড়াও আছেন, রোহিত শর্মা, সচিন তেন্ডুলকর। ১১ নম্বরে আছেন সচিন। ১৩ নম্বরে ভারতের অধিনায়ক রোহতি শর্মা (Rohit Sharma)।
মুম্বই: ভারতীয় সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব হারিয়েছেন। লাল বলের ক্রিকেটেও আর নেতার পদে নেই তিনি। অধিনায়কত্ব ছেড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB)। ২০১৯ সালে ঘরের মাঠে পিঙ্ক বল টেস্টর পর থেকে আর সেঞ্চুরি নেই তাঁর ব্যাটে। কিন্তু তিনি বিরাট কোহলি (Virat Kohli)। নামটাই যথেষ্ট। সেই নামে ভর করেই আবার দেশের সব থেকে ধনি সেলিব্রিটি বিরাট। তাঁকে টেক্কা দেওয়ার জায়গায় একমাত্র রনবীর সিং (Ranveer Singh)। ক্রিকেটারদের দিকে তাকালে এখনও বিরাটের ধারে কাছে কেই নেই। তালিকায় পাঁচ নম্বরে আছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। প্রথম দশে নেই আর কোনও খেলোয়াড়। বাকিরা সবাই নায়ক-নায়িকা। বিরাট কোহলির ব্র্যান্ড ভ্যালু ১৪১২ কোটি টাকা। পাঁচ নম্বরে থাকা মহেন্দ্র সিং ধোনির বাজার মূল্য ৪৬৪ কোটি টাকা।
এক নজরে দেখে নেওয়া যাক প্রথম দশে কার আছেন, আর তাঁদের দর বা কত
১. বিরাট কোহলি- ১৪১২ কোটি
২. রণবীর সিং – ১২০২ কোটি
৩. অক্ষয় কুমার – ১০৬০ কোটি
৪. আলিয়া ভট – ৫১৭.৩ কোটি
৫. এমএস ধোনি – ৪৬৪ কোটি
৬. অমিতাভ বচ্চন – ৪১১ কোটি
৭. দীপিকা পাড়ুকন – ৩৯২ কোটি
৮. সালমান খান – ৩৯২ কোটি
৯. আয়ুসমান খুরানা – ৩৭৪ কোটি
১০. হৃত্বিক রোশন – ৩৬৮ কোটি
যে সংস্থা এই সমীক্ষা চালিয়েছে এটা তাদের সপ্তম মরসুম। গত মরসুমে বিরাট ছিলেন শীর্ষে। কিন্তু তাঁর ব্র্যান্ড ভ্যালু ছিল ২২ শতাংশ বেশি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরাট ছাড়াও আছেন, রোহিত শর্মা, সচিন তেন্ডুলকর। ১১ নম্বরে আছেন সচিন। ১৩ নম্বরে ভারতের অধিনায়ক রোহতি শর্মা (Rohit Sharma)।
আরও পড়ুন : FIFA World Cup: তীব্র বিরোধীতায় ড্রিম প্রজেক্ট থেকে ক্রমশ দূরে সরছে ফিফা