Virat Kohli : রোহিত ‘ওয়ান্ডারফুল’ তবে বিরাট চোখের আরাম, কার প্রশংসা পেলেন কোহলি?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 29, 2023 | 5:47 PM

Ind vs WI : বিরাট কোহলি এখন ক্যারিবিয়ানে সিরিজ খেলতে ব্যস্ত। দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রাক্তন অধিনায়ক ছাপ ফেলেছেন।

Virat Kohli : রোহিত ওয়ান্ডারফুল তবে বিরাট চোখের আরাম, কার প্রশংসা পেলেন কোহলি?
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা : বিরাট কোহলির (Virat Kohli) প্রশংসকের অভাব নেই। আবার রোহিত শর্মার সঙ্গে তাঁর তুলনা চলে প্রতিনিয়ত। প্রাক্তন ও বর্তমান ক্যাপ্টেনের মধ্যে কে সেরা? দুই ক্রিকেটারের অনুরাগীরা নিজেদের মতো করে যুক্তি সাজান। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি কার্টলি অ্যামব্রোজও (Curtly Ambrose) তুলনা টানলেন। বর্তমান ভারতীয় ক্রিকেটের দুই সেরা ব্যাটারের গুণাবলীর কথা শোনা গিয়েছে তাঁর মুখে। হিটম্যানের প্রশংসা করলেও ক্যারিবিয়ান ফাস্ট বোলিং কিংবদন্তির হৃদয় জুড়ে বিরাট কোহলি। তাই রোহিত শর্মার প্রশংসা করেও কোহলিকেই এগিয়ে রাখলেন তিনি। কী বললেন? বিস্তারিত রইল TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিরাট কোহলি এখন ক্যারিবিয়ানে সিরিজ খেলতে ব্যস্ত। দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রাক্তন অধিনায়ক ছাপ ফেলেছেন। তবে প্রথম ওডিআই ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। তরুণদের সুযোগ করে দিতে জায়গা ছেড়ে দিয়েছিলেন। দ্বিতীয় ওডিআই রয়েছে শনিবার। দ্বিতীয় ওডিআই ম্যাচের আগে একটি ইউটিউব চ্যানেলে কোহলির প্রশংসায় পঞ্চমুখ হলেন কার্টলি অ্যামব্রোজ। রোহিত শর্মা ও কোহলির তুলনা টেনে তিনি বলেছেন, “ক্যাপ্টেন রোহিত শর্মা হলেন অসাধারণ ক্রিকেটার। যখন ইচ্ছে তখনই আগ্রাসন দেখাতে পারেন। কিন্তু বিরাট কোহলি হলেন চোখের আরাম। বিন্দুমাত্র আগ্রাসী না হয়ে দ্রুত রান তুলতে পারেন। ঠিক সিক্স হিটার বলা যায় না। তবে বিরাট যে সেটা করতে পারেন না তাও নয়। তোমরা যাঁদের সিক্স হিটার বলো তাঁদের মতোই দ্রুত রান তুলতে পারেন। একইসঙ্গে অসাধারণ প্লেয়ার।”

শেষ দুটি ওডিআই ম্যাচে কোহলির সামনে মাইফলক অপেক্ষা করছে। ৫০ ওভারের ফরম্যাটে ১৩ হাজার রান পূর্ণ হওয়ার থেকে মাত্র ১০২ রান দূরে তিনি। বর্তমানে কোহলি ওডিআই ফরম্যাটে চতুর্থ সর্বাধিক রান স্কোরার। সচিন তেন্ডুলকর, কুমার সাঙ্গাকারা এবং রিকি পন্টিংয়ের পিছনে রয়েছেন।

Next Article