IPL 2023 Final : WTC ফাইনালের অনুশীলন পর্বের পর কোহলিদের চোখ আইপিএল ফাইনালে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 30, 2023 | 12:55 AM

WTC Final 2023 : আজ আইপিএল শেষ হবে। এই নিয়ে তিনদিনে গড়াল ১৬তম আইপিএলের ফাইনাল। এরপর শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তার জন্য ভারতীয় দলের একাধিক ক্রিকেটার ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন। বিসিসিআইয়ের পক্ষ থেকে টুইটারে জানানো হয়েছে বিরাট কোহলি, চেতেশ্বর পূজারারা বিশ্ব টেস্ট ফাইনালের অনুশীলনও শুরু করে দিয়েছেন।

IPL 2023 Final : WTC ফাইনালের অনুশীলন পর্বের পর কোহলিদের চোখ আইপিএল ফাইনালে
WTC ফাইনালের অনুশীলন পর্বের পর কোহলিদের চোখ আইপিএল ফাইনালে

Follow Us

লন্ডন : শিয়রে কড়া নাড়ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ৭-১১ জুন লন্ডনের ওভালে হবে এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final)। লড়াই হবে ভারত ও অস্ট্রেলিয়ার। গত বারের ফাইনালে জিততে পারেনি ভারত। এ বার অজিদের হারিয়ে বিশ্ব ফাইনাল জেতার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার কাছে। আর এই লক্ষ্যপূরণ করার জন্য ইংল্যান্ডে জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় দলের ক্রিকেটাররা। আইপিএল পর্ব কাটিয়ে ইংল্যান্ডে গিয়ে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন বিরাট কোহলি। চেতেশ্বর পূজারাও যোগ দিয়েছেন ভারতীয় শিবিরে। বিসিসিআইয়ের পক্ষ থেকে টুইটারে জানানো হয়েছে বিরাট কোহলি, চেতেশ্বর পূজারারা বিশ্ব টেস্ট ফাইনালের অনুশীলনও শুরু করে দিয়েছেন। লন্ডনে ভারতীয় দলের ক্রিকেটাররা শুধু বিশ্ব টেস্ট ফাইনালের প্রস্তুতিই নিচ্ছেন তেমনটা নয়। দেশের মাটিতে চলছে আইপিএলের ফাইনাল (IPL 2023 Final) ম্যাচ। প্র্যাক্টিস শেষে ইংল্যান্ড থেকে তাতেও নজর রেখেছেন উমেশ যাদব, মহম্মদ সিরাজরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বোর্ড জানিয়েছে বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা ও জয়দেব উনাদকাট ইংল্যান্ডে থাকা ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন। বিসিসিআইয়ের পক্ষ থেকে টুইটারে তাঁদের ছবি শেয়ার করা হয়েছে।

শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেটারদের অনুশীলনের ঝলকও তুলে ধরেছে বিসিসিআই।

এরপর বোর্ডের টুইটারে শেয়ার করা হয়েছে রাহুল দ্রাবিড়, মহম্মদ সিরাজদের ইংল্যান্ড থেকে আইপিএল ফাইনাল দেখার দৃশ্য।

আমেদাবাদে চলা আইপিএল ফাইনাল নিয়ে যদি বলা হয়, তা হলে বলতেই হবে যে — বৃষ্টি যেন বড্ড ভালোবেসে ফেলেছে ১৬তম আইপিএলকে। কিছুতেই পিছু ছাড়তে রাজি নয়। একদিকে আমেদাবাদে চলছে এ বারের আইপিএলের ফাইনাল। রবিবার তুমুল বৃষ্টির কারণে চেন্নাই বনাম গুজরাটের ফাইনাল হয়নি। সোমবার, রিজার্ভ ডে-তে গড়ায় সেই ম্যাচ। তাতেও বৃষ্টির নজর। প্রথমে ব্যাটিং করে ২১৪ রান তোলে টাইটান্সরা। গুজরাটের ইনিংস শেষ হওয়ার পর চেন্নাইয়ের ৩ বল হতে না হতেই বৃষ্টি শুরু হয় আমেদাবাদে। এরপর বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ। তারপর ফের শুরু হয়েছে চেন্নাইয়ের রান তাড়া করা। ডাকওয়ার্থ লুইসে সিএসকের টার্গেট কমে দাঁড়িয়েছে ১৫ ওভারে ১৭১ রান। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি চলছে ফাইনাল ম্যাচ।

 

Next Article