কলকাতা: গৌতম গম্ভীরের মেন্টরশিপে লখনউ সুপার জায়ান্টস (KKR vs LSG) টানা দ্বিতীয় মরসুমে প্লে অফে জায়গা করে নিয়েছে। শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১ রানে ম্যাচ জিতে প্লে অফের টিকিট পেয়েছে লখনউ। ম্যাচের শেষদিকে এলএসজির মেন্টর গৌতম গম্ভীরের মুখ দ্বিগুণ গম্ভীর করে দিয়েছিলেন রিঙ্কু সিং। নাইট ব্যাটারের তাণ্ডবে কোনওক্রমে ১ রানে ম্যাচ জেতে লখনউ (IPL 2023)। প্রিয় শহরে আরও একবার গম্ভীরের মুখে হাসি ফুটেছে। ইডেন গার্ডেন্সের মাঠ, কলকাতা শহরের সঙ্গে গম্ভীরের সম্পর্ক আজকের নয়। কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে সফল ক্যাপ্টেন তিনি। কিং খানের দলকে জোড়া আইপিএল ট্রফি দেওয়া গম্ভীর শনিবার (Gautam Gambhir) যেমন ভালোবাসা পেলেন তেমনই ধেয়ে এল কটাক্ষ। তিলোত্তমাতেও কোহলি-ভক্তদের কটাক্ষের মুখে পড়লেন গম্ভীর। তাঁকে দেখেই দর্শকাসন থেকে ওঠে কোহলি…কোহলি চিৎকার। গম্ভীরও অবশ্য চুপ করে থাকেননি। বিস্তারিত TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
শনি-রাতে ম্যাচ শেষ হওয়ার পর লখনউয়ের ডাগআউট থেকে ড্রেসিংরুমের দিকে ঢুকছিলেন গৌতম গম্ভীর। সেইসময় ক্লাব হাউস লোয়ার টায়ার থেকে তাঁকে দেখে কোহলি…কোহলি চিৎকার। থমকে গেলেন কিছুক্ষণের জন্য। চাইলে না শোনার ভান করে চলে যেতে পারতেন। কিন্তু যাওয়ার আগে ‘জবাব’ দিয়ে গেলেন সুপার জায়ান্টস মেন্টর। হাতের ইশারা করে কোহলি-ভক্তদের আরও একটু উঁচু স্বরে চিৎকার করতে বলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়ো। একানা স্টেডিয়ামে কোহলি ও গম্ভীরের মধ্যে প্রায় হাতাহাতি বেঁধে গিয়েছিল। তারপর থেকে প্রতিটি ম্যাচেই কোহলি-ভক্তদের কটাক্ষের শিকার হন গম্ভীর। ইডেনেও ছাড় পেলেন না তিনি।
KOHLI….KOHLI….KOHLI chants@imVkohli ?? pic.twitter.com/MqyAf7w43P
— Virat Kohli Trends™ (@TrendVirat) May 21, 2023
ইডেনে গম্ভীরকে কটাক্ষের শিকার হতে দেখে অবাক গোতি-অনুরাগীরা। কেকেআরের যে দুটি আইপিএল ট্রফি রয়েছে তা গম্ভীরের ক্যাপ্টেন্সিতেই। ২০১১ সালের মেগা অকশনে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর ৭ বছর ধরে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার মাঝে ২০১২ ও ২০১৪ সালে ট্রফি জেতে কেকেআর। ২০১৮ সালে গম্ভীরকে রিলিজ করে দেয় নাইট ফ্র্যাঞ্চাইজি।