TV9 বাংলা ডিজিটাল – ২০১৬ সালের পর আবার প্লে-অফের দরজা খুলেছে তাঁর দলের সামনে। আরব দেশে বিরাটের দলের যা পারফরম্য়ান্স তাতে বোল্ড আর্মির সমর্থকরা প্রথমবার ট্রফি জয়ের আশা করতেই পারেন। কিন্তু এমন সময়ে দাঁড়িয়ে নিজের বিরক্তির কথা প্রকাশ করলেন রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর দলের নেতা বিরাট কোহলি। আরসিবি টিভিকে দেওয়া এক ইন্টারভিউতে অনেক কথার পাশাপাশি নিজের বিরক্তির কথাও জানালেন বিরাট। তবে দলের পারফম্যান্স বা কোনও ক্রিকেটারকে নিয়ে বিরক্ত নন ভারত অধিনায়ক। তাঁর বিরক্তির কারণ বায়ো-বাবল। প্রায় দুমাস ধরে একভাবেই যে জীবন কাটছে তাঁদের।
Bold Diaries: Virat Kohli Interview
Captain Kohli talks about the feeling in the team going into 3️⃣ crucial games in the #Dream11IPL 2020 and how it’s important to focus on ☝? game at the time. #PlayBold #IPL2020 #WeAreChallengers #SRHvRCB pic.twitter.com/jiaxmRmlGr
— Royal Challengers Bangalore (@RCBTweets) November 6, 2020
করোনার প্রভাব থেকে ক্রিকেটারদের সুরক্ষিত রাখতে এই বায়ো-বাবলের ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তবে শুধু বিসিসিআই নয়, ক্রিকেট বিশ্বের অন্য দেশগুলিতেও একই ব্যবস্থা চালু রয়েছে। কিন্তু টানা এতদিন একভাবে জীবন কাটানো, মাঝে মাঝে ক্রিকেটারদের বিরক্ত করে তুলছে। প্রভাব পরছে মানসিক স্বাস্থ্যে। আইপিএল শেষে আবার অস্ট্রেলিয়া সফরে যাবে টিম ইন্ডিয়া। সেখানেও তাঁদের বায়ো-বাবলের মধ্যেই থাকতে হবে। প্রায় ৮০দিন আবার এক নিময়েই চলবে জীবন। তাই কোহলির মতে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বেশি লম্বা সিরিজ নিয়ে ভাবার সময় এসেছ।
চলতি আইপিএলের শুরুতেই টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের বয়ো-বাবল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন অধিনায়ক কোহলি। প্রত্যেকের কাছে তাঁর বার্তা ছিল সবাই যেন সব নিয়ম মেনে চলেন। কিন্তু দু’মাস বায়ো-বাবলে কাটিয়ে কোহলি নিজেও বুঝতে পারছেন বিষয়টা কিছুটা হলেও বিরক্তিকর হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অন্য কোনও উপায়ও নেই। তাই লম্বা সিরিজ আয়োজন নিয়ে ক্রিকেট কর্তাদের ভাবার বার্তাই দিচ্ছেন ভারত অধিনায়ক।