AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: ব্যাটিংয়ে সচিন, নেতৃত্বে ধোনি! বিরাট কোহলিকে নিয়ে যা বলছেন প্রাক্তন…

Indian Cricket Team: অনেকেই মনে করেন, এই পরিসংখ্যানের বাইরেও ভারতীয় ক্রিকেটে কোহলির প্রভাব অনেক গভীরে। তিনি কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং মহেন্দ্র সিং ধোনির ফেলে যাওয়া বিশাল শূন্যতা পূরণ করেছেন। দেশের প্রাক্তন ক্রিকেটার তথা বিরাটের এক সময়কার দুই সতীর্থ এমনই বলছেন।

Virat Kohli: ব্যাটিংয়ে সচিন, নেতৃত্বে ধোনি! বিরাট কোহলিকে নিয়ে যা বলছেন প্রাক্তন...
Image Credit: PTI
| Updated on: May 14, 2025 | 6:02 PM
Share

কলকাতা: সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি। বিশ্ব ক্রিকেটের আইকন বিরাট কোহলি। একাধিক রেকর্ডের মালিক ভারতের এই ব্যাটার। প্রতিপক্ষ যেমন তাঁকে সম্মান করে, তেমনই বোলারদের কাছে সব সময়ই ত্রাস বিরাট। টেস্ট ক্রিকেট থেকে বিরাটের অবসরে নানা প্রশ্ন, হতাশার পরিস্থিতিও। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাটের টেস্ট কেরিয়ারে রয়েছে ৩০টি সেঞ্চুরি। খেলেছেন ১২৩টি টেস্টে ম্যাচ। করেছেন ৯২৩০ রান। শুধু তাই নয়, বিরাট ৬৮ ম্যাচে অধিনায়কত্ব করেছেন। এর মধ্যে জয় ৪০টি ম্যাচে। টেস্টে ভারতের সবচেয়ে ক্যাপ্টেন।

অনেকেই মনে করেন, এই পরিসংখ্যানের বাইরেও ভারতীয় ক্রিকেটে কোহলির প্রভাব অনেক গভীরে। তিনি কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং মহেন্দ্র সিং ধোনির ফেলে যাওয়া বিশাল শূন্যতা পূরণ করেছেন। দেশের প্রাক্তন ক্রিকেটার তথা বিরাটের এক সময়কার দুই সতীর্থ এমনই বলছেন। রবিন উথাপ্পার মতে, ধোনি এবং সচিনের শূন্যতা পূরণ করেছেন কোহলি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিরাট টেস্ট ক্রিকেটে পা রাখার পরে সে দুটি মুকুট এক সঙ্গে মাথায় পরেছিল। সচিন তেন্ডুলকরের পর ভারতের একজন অবিশ্বাস্য ব্যাটসম্যান এবং এমএস ধোনির পরে একজন দুর্দান্ত অধিনায়কের প্রয়োজন ছিল দলে। মজার ব্যাপার হলো বিরাট এই দুটো জায়গাই পূরণ করেছে। টেস্ট ক্রিকেটে এটাই তার ঐতিহ্য।’ রবিনকে প্রশ্ন করা হয় যে, বিরাটের এই অবসর কি দলে প্রভাব ফেলবে? তিনি বলেন, ‘হয়তো সেরকম না। সকলেই মানিয়ে নেবে। তবে হ্যাঁ, এটা একটা বিরাট ক্ষতি।’

আর এক প্রাক্তন ভারতীয় তারকা সুরেশ রায়না এই সম্পর্কে বলেন, ‘বিরাটের ফিটনেস, লড়াকু মনোভাব এবং যে ব্র্যান্ড হয়ে উঠেছে- আমি ওর মতো খেলোয়াড় দেখিনি।’ ওয়েস্ট ইন্ডিজে কোহলির টেস্ট অভিষেকের কথাও মনে করিয়ে দেন রায়না। ফিডেল এডওয়ার্ডস এবং রবি রামপালের বিধ্বংসী গতির বোলিংয়ে মুখোমুখি হওয়ার কথা তুলে ধরেন। বলেন, ‘হেলমেটে আঘাত পেলেও পরোয়া করত না। ভয়ডরহীন ব্যাটিং করত। এই মনোভাবটাই বিশ্ব ক্রিকেটে ভারতকে নিয়ে ভাবনা বদলে দিয়েছে। বিরাট সেরাদের মধ্যে একজন।’