বেঙ্গালুরু: যে কোনও সফল ব্যক্তির উত্থানের পিছনেই থাকে কারও না কারও অবদান। খেলাধূলার ক্ষেত্রে যেমন কোনও সফল ক্রীড়াবিদের উন্নতির পিছনে অবদান থাকে কোচেদের। ঠিক যেমন সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) উত্থানের পিছনে অবদান রয়েছেন রমাকান্ত আচরেকরের। আজও গুরুর প্রতি সমান শ্রদ্ধাশীল মাস্টার ব্লাস্টার। আচরেকর প্রয়াত হলেও সচিন তেন্ডুলকর কখনও তাঁকে ভোলেননি। তেমনই বিরাট কোহলির (Virat Kohli) উত্থানের পিছনে অবদান রয়েছে তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মার (Rajkumar Sharma)। কয়েক বছর আগেও ফর্ম খুঁজছিলেন কোহলি। বিশ্বের সবাই যখন বিরাটকে কোণঠাসা করছিলেন, তখনও ছাত্রের পাশে দাঁড়িয়েছিলেন রাজকুমার। খারাপ সময়ে ছাত্রকে সাহস জুগিয়েছেন, মনোবল বাড়িয়েছিলেন। রাজকুমার শর্মা না থাকলে হয়তো আজ বিরাট কোহলিকে এ ভাবে দেখা যেত না। গুরুর জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কোহলি। বিস্তারিত TV9 Bangla Sports–এ।
ইনস্টাগ্রামে বিরাট লেখেন, ‘কিছু কিছু ক্ষেত্রে খেলাধূলা সবসময়ই দ্বিতীয় সারিতে এসে যায়। এসব ক্ষেত্রে প্রথম দিন থেকে যার উপর বিশ্বাস রেখেছ, তারা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। রাজকুমার স্যারের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। উনি শুধু কোচই নন, একজন মেন্টর। আমার লম্বা ক্রিকেট কেরিয়ারে সর্বদাই উনি বিভিন্ন ভাবে সাহায্য করে এসেছে। ১৫ বছর আগে জাতীয় দলের জার্সিতে আমার অভিষেক হয়। আমার মধ্যে সেই বিশ্বাস জুগিয়েছিল রাজকুমার স্যার। প্রত্যেক ক্ষেত্রে তার উপদেশ, ব্যাটিং পরামর্শ আমার মাথায় গেঁথে গিয়েছে। আমার মধ্যে দিয়েই নিজের স্বপ্ন পূরণ করেছিল। আমি সেই স্যারকে ধন্যবাদ জানাতে চাই।
এটাই আমার কোচের জীবনকাহিনি। এ বার আমিও বাকিদের গল্প জানতে চাই। যে কোনও একজনকে বেছে নাও। সে তোমার বন্ধু হতে পারে, বাবা-মা হতে পারে, কোচ হতে পারে কিংবা হতে পারে কোনও খেলোয়াড়। যে তোমাকে প্রত্যেক ক্ষেত্রে সাহায্য করেছে, মোটিভেট করেছে। তোমার মধ্যে অনুপ্রেরণা জুগিয়েছে। সেই হিরোদের গল্প এখানে শেয়ার কর।’
সম্প্রতি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলের ম্যাচ খেলতে গিয়ে গুরুর সঙ্গে দেখা করেন বিরাট কোহলি। সেখানে রাজকুমার শর্মার পা-ও স্পর্শ করেন বিরাট। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ১১ ম্যাচে ৪২০ রান করেছেন কোহলি।