দশকের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার বিরাট, প্রশংসা সানির

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee

Dec 11, 2020 | 7:31 PM

প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকারের মুখে বিরাট কোহিলর নাম। তবে এবার কোনও বিতর্ক নয়। সানির মতে দশকের সেরা ক্রিকেটার বিরাট কোহলি।

দশকের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার বিরাট, প্রশংসা সানির
বিরাট কোহলি এবং সুনীল গাভাসকর (সৌজন্যে-টুইটার)

Follow Us

TV9 বাংলা ডিজিটাল : কিছুদিন আগেই বিরাট কোহলি (Virat Kohli) ও সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) মধ্যে ঠাণ্ডা লড়াই দেখেছে ভারতীয় ক্রিকেট। প্রথমে কমেন্ট্রিতে করা সানির একটি মন্তব্য। তার পাল্টা দিয়ে অনুষ্কার টুইট। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটে আরও একটি বিতর্ক। তারপর থেকে বিরাট নিয়ে মন্তব্য করার সময় বেশ সাবধানী সানি। বছরের শেষে আবার সানির মুখে কোহলির প্রশংসা।

আরও পড়ুন : তিন পেরিয়ে আর এক নতুন তিনের অপেক্ষায় বিরুষ্কা

এই দশকের সবথেকে প্রভাবশালী ক্রিকেটার বিরাট কোহলি। এমনটাই মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর।  ২০০৮ সালে বিরাট কোহলির অভিষেক। সম্প্রতি সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) টপকে একদিনের ক্রিকেটে দ্রুততম ১২ হাজার মালিক হয়েছেন কিং কোহলি।

আরও পড়ুন :  ফিটনেস টেস্টে পাস, রবিবার অস্ট্রেলিয়া যাচ্ছেন রোহিত

গাভাসকর বলেন, “সবথেকে প্রভাবশালী ক্রিকেটার বাছতে হলে, কে কত রান করল বা কে কটা উইকেট নিল, আমি শুধু সেটা দেখব না। সেই ক্রিকেটার দলের জয়ের ক্ষেত্রে কতটা কার্যকরী, আমার কাছে সেটা প্রাধান্য পাবে।” অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন যদিও সানির সঙ্গে একমত নন। তাঁর ভোট মহেন্দ্র সিং ধোনির দিকে (MS Dhoni)। কারণ ২০১১ সালে মাহির নেতৃত্বে ভারতের বিশ্বজয়।

Next Article