ICC World Cup, IND vs BAN: বিরাটের ব্যাটে এক বলে ১৪ রান! দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 19, 2023 | 9:10 PM

ICC World Cup 2023, Virat Kohli: প্রথমে ব্যাট করে ভারতকে ২৫৭ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। পুনেতে ব্যাটিং পিচ। রান করা চাপের নয়। ধৈর্য ধরে ক্রিজে থাকতে হবে। ভারত অধিনায়ক রোহিত শর্মা গত কয়েক বছর অতি আগ্রাসী ব্যাটিং করছেন। বিশ্বকাপেও যে খেলার স্টাইল বদলাবেন না, পরিষ্কার করে দিয়েছিলেন রোহিত। এই স্টাইলে দলের উপকারই হচ্ছে। এই বিশ্বকাপে ইতিমধ্যেই একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধেও বিধ্বংসী ব্যাটিং করেন।

ICC World Cup, IND vs BAN: বিরাটের ব্যাটে এক বলে ১৪ রান! দেখুন ভিডিয়ো
Image Credit source: X

Follow Us

পুনে: বিরাট কোহলিকে দেখলে যে কোনও বোলারই চাপে পড়েন। বিশ্ব ক্রিকেটে তাবড় বোলারদের ত্রাস বিরাট। এক তরুণ বোলারের কাছে বিরাটের বিরুদ্ধে বোলিং যে বাড়তি চাপের হবে এ আর নতুন কী! আর সেটাই হল ভারত বনাম বাংলাদেশ ম্যাচে। তরুণ পেসার খেই হারালেন। আর বিরাট কোহলি এক বলে করলেন ১৪ রান! কারও কাছে বিষয়টি মজার। যদিও বাংলাদেশ টিমের কাছে চূড়ান্ত অস্বস্তির হয়ে দাঁড়াল। কী ঘটেছিল! ভিডিয়ো সহ বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

প্রথমে ব্যাট করে ভারতকে ২৫৭ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। পুনেতে ব্যাটিং পিচ। রান করা চাপের নয়। ধৈর্য ধরে ক্রিজে থাকতে হবে। ভারত অধিনায়ক রোহিত শর্মা গত কয়েক বছর অতি আগ্রাসী ব্যাটিং করছেন। বিশ্বকাপেও যে খেলার স্টাইল বদলাবেন না, পরিষ্কার করে দিয়েছিলেন রোহিত। এই স্টাইলে দলের উপকারই হচ্ছে। এই বিশ্বকাপে ইতিমধ্যেই একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধেও বিধ্বংসী ব্যাটিং করেন। যদিও অল্পের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া হয়। পুল শট খেলতে গিয়ে ৪৮ রানে ফেরেন। রোহিত আউট হতেই ক্রিজে প্রবেশ চেজমাস্টার কিং কোহলির।

সামনে বিরাট কোহলি। বিশ্ব ক্রিকেটের সুপার স্টার। এ বারের বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে। রান তাড়ার ক্ষেত্রে আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠেন। বাংলাদেশের তরুণ পেসার হাসান মহমুদের ইয়র্কারে অন ড্রাইভে ২ রান নেন বিরাট। কিছুক্ষণের মধ্যেই সাইরেন বেজে ওঠে। নো বলের সিগন্যাল দেন আম্পায়ার। ফ্রি-হিটে বাউন্ডারি মারেন বিরাট। আবারও সাইরেন। পরের বলে স্ট্রেট বাউন্ডারিতে বিশাল ছয়। সব মিলিয়ে ১ বলে ১৪ রান!

Next Article