Virat Kohli praises Yashasvi: বিরাট প্রশংসা পেলেন আইপিএলের দ্রুততম অর্ধশতরানকারী, শীঘ্রই মেন ইন ব্লু জার্সি যশস্বীর গায়ে?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 12, 2023 | 8:18 AM

KKR vs RR, IPL 2023 : দলকে জেতানোর পাশাপাশি আইপিএলের দ্রুততম অর্ধশতরানের রেকর্ডও গড়া হয়েছে যশস্বীর ব্যাটে।

Virat Kohli praises Yashasvi: বিরাট প্রশংসা পেলেন আইপিএলের দ্রুততম অর্ধশতরানকারী, শীঘ্রই মেন ইন ব্লু জার্সি যশস্বীর গায়ে?
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: কাউকে রেয়াত করলেন না। আইকনিক ইডেন গার্ডেন্সের মাঠে ব্যাট হাতে তাণ্ডবলীলা চালিয়েছেন যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। ২১ বছরের রাজস্থান রয়্যালস ওপেনার চলতি আইপিএলে (IPL 2023) দুর্দান্ত ফর্মে রয়েছেন। কোটিপতি লিগে নিজের প্রথম শতরান পেয়ে গিয়েছেন আগেই। মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যশস্বীর শতরানেও সেদিন হেরে গিয়েছিল রাজস্থান। এদিন ৪৭ বলে অপরাজিত ৯৮ রানের ইনিংস খেললেন। ২০৮.৫১ স্ট্রাইক রেটে পাঁচটি ছয় ও ১২টি চার। অল্পের জন্য় শতরান হাতছাড়া হলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন (KKR vs RR)। লক্ষ্মীবারের ইডেনে তাঁর ব্যাটিং বিক্রমকে কুর্নিশ জানাচ্ছে ক্রিকেট জগত। এদিন দলকে জেতানোর পাশাপাশি আইপিএলের দ্রুততম অর্ধশতরানের রেকর্ডও গড়া হয়েছে যশস্বীর ব্যাটে। মাত্র ১৩ বলে অর্ধশতরান! ভেঙে দিয়েছেন লোকেশ রাহুলের রেকর্ড। বিধ্বংসী যশস্বীর ব্যাটিং দেখে চুপ থাকতে পারলেন না জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। ইনস্টা পোস্টে তরুণ ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ বিরাট। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সামনে কেকেআরের দেওয়া ১৫০ রানের লক্ষ্য। রান তাড়া করতে নেমে ছন্দ বেঁধে দিয়েছিলেন যশস্বী। প্রথম ওভারে বল হাতে তুলে নিয়েছিলেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। তরুণ যশস্বী প্রথম বল থেকেই যেভাবে তাণ্ডবলীলা চালালেন তা হয়তো বহুদিন ভুলতে পারবেন না নাইট ক্যাপ্টেন। যশস্বীর ব্যাটে রানের বর্ষণ চলল শেষ পর্যন্ত। তারই মাঝে আইপিএলে সবচেয়ে দ্রুত হাফ সেঞ্চুরির রেকর্ডও গড়ে ফেললেন। ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করার জন্য যশস্বীকে স্ট্রাইক ছেড়ে দিয়েছিলেন সঞ্জু স্যামসন। দুই হাত তুলে তরুণ ব্যাটারকে উৎসাহ জোগালেন। তবে ছক্কা আসেনি। সেঞ্চুরি না এলেও যশস্বীর কৃতিত্ব তাতে এক চুলও কমছে না। আরসিবি তারকা তথা জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক যশস্বীর প্রশংসায় পঞ্চমুখ হলেন। তরুণদের প্রশংসা করতে কখনও কুণ্ঠাবোধ করেন না বিরাট। এদিন যশস্বীর ছবি দিয়ে ইনস্টা স্টোরিতে লিখলেন, “বাহ, সাম্প্রতিক কালে আমার দেখা অন্যতম সেরা ব্যাটিং। কী দারুণ প্রতিভা।” যশস্বী তাঁর আইপিএলের নজরকাড়া ফর্ম দিয়ে ভারতীয় দলের কড়া নাড়ছেন। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, তাঁর জাতীয় দলে ডাক পাওয়া শুধু সময়ের অপেক্ষা।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে যে পিচে ম্যাচ হয়েছিল, একই পিচে কেকেআর মাত্র ১৪৯-৮ স্কোর গড়ে। কিন্তু যশস্বী জয়সোয়ালের ব্যাটিং দেখে মনে হয়নি, এই পিচে রান তোলা একেবারেই কঠিন। নীতীশ রানার এবং রাজস্থান ইনিংসের প্রথম ওভারেই ২৬ রান তোলেন যশস্বী। এর পর মাত্র ১৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন। এতদিন যুগ্মভাবে আইপিএলে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছিল লোকেশ রাহুল এবং প্যাট কামিন্সের দখলে। তাঁরা ১৪ বলে অর্ধশতরান করেছিলেন। যশস্বী করলেন ১৩ বলে।

Next Article