India vs New Zealand: বিরাটের আউট নিয়ে তীব্র বিতর্কে টিভি আম্পায়ার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 03, 2021 | 4:26 PM

Virat Kohli: আউটের সিদ্ধান্তে একেবারেই খুশি হতে পারেননি ভারত অধিনায়ক। আউট হয়ে ফেরার সময় বিরাটকে কথা বলতে দেখা যায় আম্পায়ার অনিলের সঙ্গে। কোচ রাহুল দ্রাবিড়ও রীতিমতো অসন্তুষ্ট হয়েছেন।

India vs New Zealand: বিরাটের আউট নিয়ে তীব্র বিতর্কে টিভি আম্পায়ার
India vs New Zealand: বিরাটের আউট নিয়ে তীব্র বিতর্কে টিভি আম্পায়ার (ছবি-টুইটার)

Follow Us

মুম্বই: টিভি আম্পায়ার আবার সমালোচনার মুখে। বিরাট কোহলির এলবিডব্লিউ (LBW) নিয়ে তীব্র হইচই চলছে সোশ্যাল মিডিয়ায়। ডিআরএস (DRS) সিস্টেমের গুরুত্বও নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) পর বিশ্রাম নিয়ে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টিমে ফিরেছেন অধিনায়ক। কিন্তু চার বল খেলেই আউট হয়ে গিয়েছেন তিনি। মুম্বইজাত বাঁ হাতি স্পিনার এজাজ প্যাটেলের বলটা বিরাটের ব্যাটে নাকি প্যাডে আগে লেগেছিল, তা নিয়ে তীব্র আলোচনা চলছে।

এজাজের বল পা বাড়িয়ে ডিফেন্স করেছিলেন বিরাট। রিপ্লেতে দেখে মনে হয়েছে, বল আগে ব্যাটে লেগে তারপর প্যাডে লেগেছিল। কিন্তু ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরি আঙুল তোলার পরই রিভিউ নিয়েছিলেন বিরাট। তবে, এজাজের বল বিরাটের ব্যাটে না প্যাডে আগে লেগেছিল, তা পরিষ্কার বোঝা যায়নি। সেখানেই খুঁটিয়ে দেখে আউটের সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার বীরেন্দ্র শর্মা। আর তা থেকেই ছড়িয়েছে বিতর্ক।

আউটের সিদ্ধান্তে একেবারেই খুশি হতে পারেননি ভারত অধিনায়ক। আউট হয়ে ফেরার সময় বিরাটকে কথা বলতে দেখা যায় আম্পায়ার অনিলের সঙ্গে। কোচ রাহুল দ্রাবিড়ও রীতিমতো অসন্তুষ্ট হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় কিন্তু তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন নানা লোকজন।

জাহির খানের মতো প্রাক্তন বলছেন, ‘দেখে মনে হচ্ছে বল আগে বিরাটের ব্যাটে লেগেছিল। কিন্তু বিরাট নট আউট কিনা, তা পরিষ্কার বোঝা যায়নি। মাঠের আম্পায়ার যে হেতু আউট দিয়েছিলেন, সেই কারণেই টিভি আম্পায়ার আউটের সিদ্ধান্ত বহাল রাখেন। ক্রিকেটে এই রকম পরিস্থিতি অনেক সময়ই তৈরি হয়। যখন পরিষ্কার বোঝা যায় না। তখন কোনও না কোনও সিদ্ধান্ত দিতে হয় আম্পায়ারদের। সেটা কখনও পক্ষে যায়, কখনও বিপক্ষে। বিরাটের আউটটা বিপক্ষে গিয়েছে বলেই এত কথা উঠছে।’

আরও পড়ুন: IND vs NZ 2nd Test Day 1 Live: মায়াঙ্ক-শ্রেয়স জুটি ভাঙলেন আজাজ, চতুর্থ উইকেট হারাল টিম ইন্ডিয়া

Next Article