VIRAT KOHLI: বিশ্রামেই বার্তা! বিরাট অস্তিত্ব কি সঙ্কটে?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 07, 2022 | 6:25 PM

নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, ঋষভ পন্থ, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ারা টি ২০ সিরিজে ফিরবেন। তবে বিশ্রাম দেওয়া হতে পারে বিরাট কোহলিকে!

VIRAT KOHLI: বিশ্রামেই বার্তা! বিরাট অস্তিত্ব কি সঙ্কটে?
Image Credit source: TWITTER

Follow Us

 

নয়াদিল্লি : মাঠের আগ্রাসন একই রয়েছে। তবে ব্যাট হাতে নয়। ধারাবাহিক ব্যর্থতায় বিরাট কোহলির (Virat Kohli) অস্তিত্ব ক্রমশ সঙ্কটে। ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের পরই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারত। এ বছর অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ (T20 World Cup)। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি ২০ সিরিজ শেষে কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, দ্রুতই বিশ্বকাপের দল বেছে নেওয়া হবে। তরুণ ক্রিকেটারদের মহড়া চলছে বিশ্বকাপের। ইংল্য়ান্ডের বিরুদ্ধে আজ প্রথম টি ২০। এই ম্যাচে রোহিত শর্মা নেতৃত্ব দেবেন। এজবাস্টন টেস্টে খেলা টি ২০ স্কোয়াডের সদস্যরা এই ম্যাচে নেই। পরের দু ম্যাচে খেলবেন তাঁরা। এরপর তিন ম্যাচের ওডিআই সিরিজও রয়েছে।

ইংল্যান্ড সিরিজ শেষেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারত। তিন ম্যাচের ওডিআই সিরিজ দিয়ে সফর শুরু হবে। বিরাট, রোহিত, বুমরা সহ এক ঝাঁক ক্রিকেটারকে ওডিআইতে বিশ্রাম দেওয়া হয়েছে। ওডিআই সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজও রয়েছে। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, ঋষভ পন্থ, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ারা টি ২০ সিরিজে ফিরবেন। তবে বিশ্রাম দেওয়া হতে পারে বিরাট কোহলিকে! আইপিএলের পর শুধুমাত্র এজবাস্টন টেস্টেই খেলেছেন বিরাট কোহলি। ইংল্যান্ড সিরিজেও খেলবেন হাতে গোনা ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজে ওডিআই সিরিজেও বিশ্রাম। এরপর টি ২০ সিরিজেও যদি তাঁকে বিশ্রাম দেওয়া হয়, সেটা কি শুধু বিশ্রামই! না কি ‘বিশ্রামে’ই বিরাট কোহলিকে বার্তা দেওয়া হচ্ছে কোনও!

২০১৯ ‘এ গোলাপি বলের টেস্টে শেষবার তিন অঙ্কের রান এসেছিল বিরাটের ব্যাটে। তারপর থেকে সব ফরম্যাটেই রানের খরা চলছে। হাতে গোনা কয়েকটি ম্যাচে ভালো শুরু করেও বড় রান করতে ব্যর্থ। এবারের আইপিএলেও ব্য়াট হাতে ভরসা দিতে ব্যর্থ। ইংল্যান্ড সিরিজে বড় রান না পেলে বিরাটের বিশ্বকাপ সম্ভাবনা কমবে বলেই মনে করা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজে তাঁকে বিশ্রাম দিয়ে হয়তো এই বার্তাই দেওয়া হবে। ওয়েস্ট ইন্ডিজে ওডিআই ম্যাচ তিনটি হবে ২২, ২৪ এবং ২৭ জুলাই পোর্ট অব স্পেনে। পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ শুরু হবে ২৯ জুলাই। ত্রিনিদাদে প্রথম ম্যাচ। পরের দুটি ম্যাচ সেইন্ট কিটসে। বাকি দুটি ম্যাচ ফ্লোরিডার লাউড্রিলে।

Next Article