বাইশ গজে ফের উজ্জ্বল কিং কোহলি। আপামর বিরাট প্রেমীর একটা কষ্ট রয়েই গেল। মাঠে বিরাট কোহলি (Virat Kohli) নামা মানেই রেকর্ড ভাঙা-গড়া শুরু। মেগা টুর্নামেন্টে বিরাট কোহলি একের পর এক রেকর্ড ভাঙছেন। এবং গড়ছেন নয়া রেকর্ডও। এমনি এমনি তাঁকে রানমেশিন বলা হয় না। তিনি মাঠে বহুবার তা প্রমাণ করেছেন। আবারও করলেন। লক্ষ্মীবারে ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপে (ICC World Cup 2023) সপ্তম জয়ের লক্ষ্যে নেমেছে ভারত। টস হেরে প্রথমে ব্যাটিং করতে হয়েছে টিম ইন্ডিয়াকে। ভারতের ইনিংসের দ্বিতীয় বলেই দিলশান মধুশঙ্কা ফেরান টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মাকে। তাতেও চাপ তৈরি করতে পারেননি প্রতিপক্ষ বোলাররা। শুভমন গিলের সঙ্গে দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন বিরাট কোহলি। এই ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন বিরাট। এগোচ্ছিলেন সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সবচেয়ে বেশি ওডিআই শতরানের রেকর্ড স্পর্শ করার দিকে। কিন্তু ৮৮ রানেই থামলেন বিরাট। আজ কোহলি গড়লেন কোন কোন রেকর্ড? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
লঙ্কানদের বিরুদ্ধে ওয়াংখেড়েতে জ্বলে উঠলেন কিং কোহলি। কিন্তু ১২ রানের জন্য সেঞ্চুরি এল না। দিলশান মধুশঙ্কার অফকাটারটা বুঝতে পারেননি। তাতেই ড্রেসিংরুমে ফিরলেন বিরাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের ২৮৮তম ওডিআই ম্যাচ খেলছেন কোহলি। চলতি বিশ্বকাপে ভারতের প্রতি ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সচিনের ওডিআই সেঞ্চুরির রেকর্ড কবে ভাঙবেন বিরাট, তা নিয়ে। ওয়াংখেড়েতে বিরাটের ব্যাটে এল ওডিআই কেরিয়ারের ৭০তম হাফসেঞ্চুরি। তাঁর প্রথম ওডিআই শতরান ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। এ বার শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করে বিরাটের সুযোগ ছিল সচিনকে স্পর্শ করার। আপাতত তা হল না। রইল অপেক্ষা, ইডেনে রবিবার নিজের জন্মদিনে কোহলি মাস্টার ব্লাস্টারকে ছুঁতে পারেন কিনা।
ওয়াংখেড়েতে অবশ্য সচিনের অন্য এক রেকর্ড ভেঙেছেন বিরাট। এক ক্যালেন্ডার বর্ষে এই নিয়ে অষ্টমবার ১ হাজার পূর্ণ করলেন বিরাট কোহলি। তা করতে গিয়ে বিরাট ভেঙেছেন সচিনের রেকর্ড। কারণ এক ক্যালেন্ডার বর্ষে সচিন এর আগে ৭ বার এক হাজারের বেশি রান করেছিলেন। বিরাট এর আগে ২০১৯ সালে ২৬টি ওডিআই ম্যাচে ১৩৭৭ রান করেছিলেন। ওডিআইতে বর্তমানে বিরাট কোহলির মোট সংগ্রহ ১৩ হাজার ৫২৫ রান। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে ওপেনার নন, এমন ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি ৫০+ রানের রেকর্ড গড়ে ফেললেন বিরাট কোহলি। তিনি টপকে গেলেন কুমার সঙ্গাকারাকে। ওপেনার নন, কিন্তু বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি অর্ধশতরানের বেশি রানের রেকর্ড ছিল সঙ্গাকারার (তিনি বিশ্বকাপে ১২টি অর্ধশতরানের বেশি রানের রেকর্ড)।