AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: বেঙ্গালুরুতে তিনে নেমে বেকায়দায় বিরাট, শূন্যহাতে ফিরলেন কোহলি-সরফরাজ

India vs New Zealand, 1st Test: কিউয়িদের বিরুদ্ধে বেঙ্গালুরুতে ভারতের ওপেনিং জুটি সফল হয়নি। ১৬ বল খেলে মাত্র ২ রানে আউট হন রোহিত। এরপরই মাঠে নেমে পড়েন বিরাট কোহলি। ২০১৬ সালের পর তিনে ব্যাটিংয়ে নামলেন বিরাট।

Virat Kohli: বেঙ্গালুরুতে তিনে নেমে বেকায়দায় বিরাট, শূন্যহাতে ফিরলেন কোহলি-সরফরাজ
Virat Kohli: বেঙ্গালুরুতে তিনে নেমে বেকায়দায় বিরাট, শূন্যহাতে ফিরলেন কোহলি-সরফরাজ Image Credit: X
| Updated on: Oct 17, 2024 | 12:02 PM
Share

কলকাতা: বছর আটেক আগে শেষ বার তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। গত ১৭টা মরসুম ধরে আরসিবিতে খেলার সুবাদে বেঙ্গালুরু বিরাট কোহলির কাছে ঘরের মাঠ। সেখানের গ্যালারিতে হাজির দর্শকরা প্রতি মুহূর্তে কোহলির জন্য গলা ফাটান। বৃহস্পতিবার সকাল সকাল সেই একই পরিস্থিতি তৈরি হয়েছিল। ভারতের ওপেনিং জুটি সফল হয়নি। ১৬ বল খেলে মাত্র ২ রানে আউট হন রোহিত। এরপরই মাঠে নেমে পড়েন বিরাট কোহলি। ২০১৬ সালের পর তিনে ব্যাটিংয়ে নামলেন বিরাট। কিন্তু পড়লেন বেকায়দায়। ফিরলেন শূন্যহাতে। তিনি একা নন বেঙ্গালুরুতে শূন্যে ফেরেন চারে নামা সরফরাজ খানও (Sarfaraz Khan)

কিউয়িদের বিরুদ্ধে তিনে নামা বিরাট বেঙ্গালুরুতে হাত খোলার আগেই মাঠ ছাড়েন। ৯টি ডেলিভারির মুখোমুখি হলেও শূন্য হাতে ফেরেন বিরাট। তাঁর উইকেট তুলে নেন কিউয়ি পেসার উইলিয়াম ও’রুক। বিরাট আউট হতেই মুহূর্তের মধ্যে বেঙ্গালুরুর গ্যালারি চুপ হয়ে যায়।

দীর্ঘদিন পর তিনে নেমেছিলেন বিরাট। কিন্তু এই পজিশনে তিনি সফল হতে পারলেন না। এর আগে কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে পাঁচে নেমেছিলেন বিরাট। সেই ম্যাচে প্রথম ইনিংসে ৪৭ রান করেছিলেন। এবং দ্বিতীয় ইনিংসে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।

বিরাট কোহলির পর চারে নামেন সরফরাজ খান। ৩ বল খেলে তিনি শূন্যে আউট হন। ম্যাট হেনরি ফেরান তাঁকে। এরপর যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ মিলে দলকে এগিয়ে নিয়ে যান। এরপর পৌনে ১১ টার দিকে বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচ ক্ষণিকের জন্য স্থগিত থাকে। তারপর আবহাওয়া পরিষ্কার হওয়ার পর ১১.০৫ মিনিটে ম্যাচ শুরু হয়। সেই সময় ভারতের স্কোরবোর্ডে ১৩ রান ওঠে। ইতিমধ্যেই ৩ উইকেট হারায় ভারত।