Virat Kohli: বিতর্ক, সমালোচনা, পাল্টা লড়াইয়ের নতুন ‘আঙ্গিকে’ বিরাট

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 16, 2022 | 4:16 PM

বিশ্ব ক্রিকেটের সুপারস্টার বিরাট কোহলির খারাপ সময়ে যেমন সমালোচনা, বিতর্ক, দলে জায়গা নিয়ে প্রশ্ন। অনেকে ভরসাও দিচ্ছেন। ঘুরে দাঁড়ানোর জন্য তাতাচ্ছেন। এবার যেন নিজের দৃষ্টিকোণও বেছে নিতে চাইছেন বিরাট।

Virat Kohli: বিতর্ক, সমালোচনা, পাল্টা লড়াইয়ের নতুন আঙ্গিকে বিরাট
Image Credit source: TWITTER

Follow Us

 

ম্যাঞ্চেস্টার : অনেক সময়ই ক্লিশে হয়ে যাওয়া কিছু শব্দবন্ধনীর সামনে গিয়ে থমকে দাঁড়াই আমরা। মনে হয়, এত প্রাসঙ্গিক এখনও কেন? সেই যে শুনেছি, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ, কাল সে…। বিরাট কোহলির (Virat Kohli) কাছে এই গান কেউ পৌঁছে দিয়েছেন কি না, জানা নেই। না হলেও বিরাট যে নিজের পরিস্থিতি ভালই বুঝতে পারছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর সেই উপলব্ধিই বোধ হয় দৃষ্টিকোণ (perspective) বদলানোর রাস্তা দেখাচ্ছে ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারকে। যেন এক নতুন আঙ্গিকে লড়াই শুরু করতে চাইছেন কিং কোহলি (King Kohli)। যাবতীয় বিতর্ক, সমালোচনার বিরুদ্ধে আরও একবার আগ্রাসন তুলে ধরার জন্য।

 

তিন বছর সময় কম নয়। ২০১৯’র নভেম্বর। ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি টেস্টে শতরান। তারপর থেকে সব ফরম্যাটেই তিন অঙ্কের রানের জন্য হা পিত্যেশ। এত বছর ধরে নিজের উপর প্রত্যাশার পাহাড় তৈরি করেছেন বিরাট। হঠাৎ তা বদলে গিয়েছে হতাশায়। প্রত্যাশিতই। গত তিন বছরে বেশ কিছু অর্ধ শতরানের ইনিংস খেললেও সমালোচনা কিংবা ব্য়র্থতা ঢাকতে তা যথেষ্ট নয়। ভালো শুরুর ইঙ্গিত দিয়েও অধিকাংশ ইনিংসেই ৩০-৪০ এ আটকে যাচ্ছেন। তাঁর আউটের ধরনও চোখে লাগার মতোই। এত বছর আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে খেলা একজন ব্য়াটার, আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি শতরান, তাঁর আরও ১টা শতরান করতে তিন বছরও কি যথেষ্ট নয়? একটা পাখি যখন উড়তে শেখে, শুরুতেই সে উপরের দিকে উঠতে পারে না। কিছু টা উঠেই নীচের দিকে নামতে থাকে। কিন্তু যে পাখিটা মাঝ আকাশে, সর্বোচ্চে উড়তে অভ্যস্ত, হঠাৎই যদি নামতে শুরু করে! তার মধ্য়ে যদি ভয় কাজ করে! সেক্ষেত্রে? বিরাট কোহলির পরিস্থিতিও যেন তাই। সর্বোচ্চ স্তরে উড়তে উড়তে, মাটি ছোঁয়ার দিকে। সেখান থেকে দুটোই রাস্তা খোলা। হাল ছেড়ে নিজেকে পরিস্থিতির উপর ছেড়ে দেওয়া। আরেকটা রাস্তা, সমস্ত শক্ত দিয়ে পুনরায় আকাশে ওঠার চেষ্টা।

বিশ্ব ক্রিকেটের সুপারস্টার বিরাট কোহলির খারাপ সময়ে যেমন সমালোচনা, বিতর্ক, দলে জায়গা নিয়ে প্রশ্ন। অনেকে ভরসাও দিচ্ছেন। ঘুরে দাঁড়ানোর জন্য তাতাচ্ছেন। এবার যেন নিজের দৃষ্টিকোণও বেছে নিতে চাইছেন বিরাট। ম্যাঞ্চেস্টারে রবিবার ইংল্য়ান্ডের বিরদ্ধে তৃতীয় একদিনের ম্য়াচ। তার আগে বিরাট কোহলি একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ব্যাকগ্রাউন্ডে একটি পেইন্টিই। সাদা রঙের দুটি ডানা। একই ছবিতে দুটো পথ দেখানো হয়েছে। বাঁ দিকের ডানার মনে যেন প্রশ্ন, ‘যদি আমি পড়ে যাই?’ ডান দিকের ডানা যেন তাকে উত্তর দিচ্ছেন, ‘কিন্তু প্রিয়তম, যদি তুমি উড়তে থাক, তাহলে?’ ছবির সঙ্গে বিরাটের ক্য়াপশন ‘দৃষ্টিকোণ’। যেন তাঁর মনে চলতে থাকা পরিস্থিতি এই একটা ছবিতেই প্রকাশ করতে চাইছেন। তিনি এবার কোন দৃষ্টিকোণকে সঙ্গী করবেন, বিরাটই জানেন।

Next Article