Virat Kohli: ‘আরে, এত জোরে চেঁচিয়ো না’, অনুশীলনে কার চিৎকার থামালেন কোহলি?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Oct 21, 2022 | 4:37 PM

মাঝে আর একদিন। লক্ষাধিক দর্শকাসন বিশিষ্ট মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রবিবার টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। তার আগে শুক্রবার সকাল সকাল অনুশীলনে নেমে পড়ে ভারতীয় দল।

Virat Kohli: আরে, এত জোরে চেঁচিয়ো না, অনুশীলনে কার চিৎকার থামালেন কোহলি?
Image Credit source: Twitter

Follow Us

মেলবোর্ন: গতবছর টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক হারের ম্যাচে অর্ধশতরান হাঁকিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli) । এবারও চোখ থাকবে প্রাক্তন অধিনায়কের দিকে। এবছর আর ক্যাপ্টেনের তাজ মাথায় নেই কোহলির। একইসঙ্গে অস্ট্রেলিয়ার এই শো পিস ইভেন্টের আগে বিরাটের ব্যাটে রানের খরা কেটেছে। রবিবার সুপার টুয়েলভের দ্বিতীয় দিন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) অভিযান শুরু করছে ভারত। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান (India vs Pakistan)। দীর্ঘদিন পর ফর্মে ফেরা বিরাট কোহলিকে নিয়ে পাকিস্তানের মাথাব্যথার অন্ত নেই। রবিবার বিরাট ব্যাট বাবর আজমদের কতটা সমস্যায় ফেলবে তা জানা নেই। মহারণে নামার আগে পুরোদমে অনুশীলন চালাচ্ছেন প্রাক্তন অধিনায়ক। অস্ট্রেলিয়ায় অনুশীলন চলাকালীন বিরাটের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। প্রবল চিৎকারে অনুশীলনে ব্যাঘাত ঘটায় ফ্যানদের সামান্য হলেও চটেছেন বিরাট। ধমক নয়, বরং অনুরোধের সুরে তাদের চিৎকার করতে বারণ করছেন কোহলি। কী বলেছেন কোহলি, দেখে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।

ভাইরাল হওয়া ভিডিয়োটি পারথ, নাকি ব্রিসবেনের তা জানা যায়নি। দেখা যাচ্ছে, কোহলি নেটে অনুশীলনে মগ্ন। নেটের ওপার থেকে লাগাতার হিন্দি ভাষায় মন্তব্য করে যাচ্ছেন কয়েকজন ফ্যান। বিরাটের ব্যাটে বল আসতেই, ‘বাউন্ডারির ওপারে ফেলুন’ টাইপের মন্তব্য ভেসে আসছে। প্রিয় ক্রিকেটারদের চিয়ার করার চেষ্টায় রত ফ্যানদের চিৎকারে স্বাভাবিকভাবেই এতে অনুশীলনে ব্যাঘাত ঘটছিল বিরাটের। মনোসংযোগ করতে পারছিলেন না ঠিকঠাক। তাই একটা সময় থাকতে না পেলে দর্শকদের দিকে ঘুরে হিন্দিতে বলে ওঠেন, “আরে, প্র্যাকটিসের সময় এত চিৎকার করে কথা বলবেন না। এতে মনোসংযোগ নষ্ট হয়।” বিরক্ত হলেও বিরাট অনুরোধের ভঙ্গিতেই এই কথাগুলো বলেন। কোহলির অনুরোধ রাখেন দর্শকরাও। যদিও, দর্শকদের মধ্য থেকে কেউ কেউ বলে ওঠেন, ‘কিং কোহলির জন্য আমরা চিয়ার করবই।’

ঘরের মাঠে দুটি টি-২০ সিরিজ জিতে অস্ট্রেলিয়ায় এসেছে মেন ইন ব্লু। কাপ যুদ্ধে ঝাঁপানোর আগে সঠিক প্রস্তুতির জন্য আড়াই সপ্তাহ আগেই অস্ট্রেলিয়ায় পৌঁছে যান বিরাট কোহলি, রোহিত শর্মারা। প্রস্তুতি ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। অস্ট্রেলিয়ায় ছন্দে দেখা যাচ্ছে লোকেশ রাহুলকে। রবিবার বিশ্বকাপ অভিযানেই বড় পরীক্ষার মুখে ভারত। কোহলি, রাহুল, সূর্যকুমার যাদবরা। রবিবারের ম্যাচে পাক বঝ করতে মেন ইন ব্লুর বড় ভরসা তাঁরাই।

Next Article