IPL 2021: ২ ম্যাচ বাকি থাকতেই প্লে অফে আরসিবি, উচ্ছ্বসিত কোহলি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 04, 2021 | 7:57 PM

প্লে অফে পৌঁছনোয় উচ্ছ্বসিত হলেও বিরাট কিন্তু জানিয়ে দিচ্ছেন আরসিবির উন্নতি করার এখনও অনেক জায়গা রয়েছে।

IPL 2021: ২ ম্যাচ বাকি থাকতেই প্লে অফে আরসিবি, উচ্ছ্বসিত কোহলি
IPL 2021: ২ ম্যাচ বাকি থাকতেই প্লে অফে আরসিবি, উচ্ছ্বসিত কোহলি

Follow Us

শারজা: পঞ্জাব কিংসকে (Punjab Kings) হারিয়ে গতকালই তৃতীয় দল হিসেবে প্লে অফে পৌঁছে গিয়েছে বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। ২ ম্যাচ বাকি থাকতেই প্লে অফ নিশ্চিত করার ব্যাপারে কোহলি বলছেন, এটা একটা অসাধারণ অনুভূতি।

পঞ্জাবকে রবিবার ছয় রানে হারিয়ে দ্বিতীয় বারের জন্য প্লে অফে উঠল আরসিবি (RCB)। প্লে অফে পৌঁছনোর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বিরাট বলেন, “অসাধারণ লাগছে। ২০১১ সালের পর হাতে একটিরও বেশি ম্যাচ থাকাকালীন প্রথম বার আমরা প্লে অফে পৌঁছে গেলাম। ১২টি ম্যাচের মধ্যে ৮টিতে জয় পাওয়াটা এক অসাধারণ বিষয়। আমাদের হাতে আরও দুটি ম্যাচ রয়েছে। প্রথম দুইয়ে থেকে আমরা শেষ করার চেষ্টা করব। আমাদের আরও বেশি ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। আশা করি আমরা সেটা পারব।”

প্লে অফে পৌঁছনোয় উচ্ছ্বসিত হলেও বিরাট কিন্তু জানিয়ে দিচ্ছেন আরসিবির উন্নতি করার এখনও অনেক জায়গা রয়েছে। তিনি বলেন, “স্কোরবোর্ডে যখন কোনও উইকেট নেই তখন আরও বেশি ঝুঁকি নিতে হবে। যেটার দায়িত্বটা আমাকে আর দেবকে (পাড়িক্কাল) নিতে হবে।” তিনি আরও যোগ করেন, “শারজার মাঠে ১৫-২০ রান তোলাটাও খুব গুরুত্বপূর্ণ হতে পারে। একটি দল হিসেবে আমাদের উন্নতি করার চেষ্টা ছিল, তাতে আমরা হারি অথবা জিতি। প্রতি ম্যাচেই কিছু না কিছু শিখি আমরা।”

তিনি কেএল রাহুলদের বিরুদ্ধে চলাকালীন ম্যাচে নিজেদের হাতে রাশ তুলে নেওয়ার ব্যাপারে বলেন, “আমরা জানতাম যত সময় যাবে উইকেট স্লো হতে থাকবে। কেএল (রাহুল) ও মায়াঙ্ক (আগরওয়াল) সত্যিই ভালো ব্যাটিং করেছে। কিন্তু আমরা জানতাম আমরা দুটো উইকেট তুলে নিলেই ম্যাচে ফিরে আসব।”

আরসিবির বোলিং বিভাগের দাপটের কথা বলতে গিয়ে মহম্মদ সিরাজ, হার্ষাল প্যাটেলের প্রশংসা করে কোহলি বলেন, “টেস্ট ক্রিকেটে সিরাজ তো ভালো খেলেই, এখানেও সেটাই করছে। হার্ষাল অসাধারণ খেলছে। যুজি তো দলের প্রয়োজনে রয়েছেই। এখন শাহবাজ ও গার্টনও চলে এসেছে।”

Next Article