India vs New Zealand: রাহানে বিতর্কে এ বার মুখ খুললেন ক্যাপ্টেন বিরাট

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 06, 2021 | 2:40 PM

ক্যাপ্টেন বিরাট কোহলি রাহানের পাশেই দাঁড়াচ্ছেন। বলে দিচ্ছেন বাইরে কে কী বলছে, তার ওপর নির্ভর না করবে রাহানের টিমে থাকা না থাকা।

India vs New Zealand: রাহানে বিতর্কে এ বার মুখ খুললেন ক্যাপ্টেন বিরাট
রাহানে।

Follow Us

মুম্বই: একেবারে ফর্মে না থাকা অজিঙ্ক রাহানেকে (Ajinkya Rahane) কি এ বার টিম থেকে বাদ দেওয়া উচিত? হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মুম্বই টেস্টের প্রথম একাদশে ছিলেন না রাহানে। ঘরের মাঠে কেরিয়ারের প্রথম টেস্ট খেলা হয়নি তাঁর। সেই অস্ট্রেলিয়া সফরের পর আর ব্যাটে সেঞ্চুরি নেই রাহানের। সেই কারণেই কি দক্ষিণ আফ্রিকা সফরে তাঁকে টিমে রাখা উচিত নয়? এই বিতর্ক যখন তীব্র আকার নিয়েছে, তখন ক্যাপ্টেন বিরাট কোহলি রাহানের পাশেই দাঁড়াচ্ছেন। বলে দিচ্ছেন বাইরে কে কী বলছে, তার ওপর নির্ভর না করবে রাহানের টিমে থাকা না থাকা।

বিরাটের কথায়, ‘আমি রাহানের ফর্ম বিচার করতে পারব না। শুধু আমি কেন, কেউই পারবে না। কেউ যখন খারাপ ফর্মের মধ্যে দিয়ে যায়, একমাত্র সেই জানে, কোন কোন জায়গায় তার উন্নতি করা উচিত।যার ব্যাডপ্যাচ চলছে আমরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমরা ভুলে যাই না অতীতে সেই ব্যাটার তার পারফরম্যান্সের মধ্যে দিয়ে টিমকে কতটা সাফল্য দিয়েছে।’

দুটো বিষয় এখন রোহানের বিপক্ষে যাচ্ছে। এক, তাঁর ফর্মে না থাকা। দুই, শ্রেয়াস আইয়ার, মায়াঙ্ক আগরওয়ালদের মতো তরুণ ক্রিকেটারদের সাফল্য পাওয়া। এই ফর্মের বিচারেই যদি দক্ষিণ আফ্রিকা সফরের টিম তৈরি হয়, তা হলে রাহানে হয়তো স্কোয়াডে থাকবেন। কিন্তু প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় থাকবে।

রাহানেকে নিয়ে সমালোচনা একেবারেই পাত্তা দিচ্ছেন না বিরাট। বলছেন, ‘কেউ যখন তীব্র চাপে এবং লোকে ক্রমাগত আলোচনা তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা চালায়, আমরা এই পরিস্থিতিকে একেবারে গুরুত্ব দিই না। বাইরের কিছু লোক টিমের ভারসাম্য ঠিক করে দেবে, তা আমরা একেবারেই প্রত্যাশা করি না। কারণ খুব ভালো করে জানি, যে নির্দিষ্ট প্লেয়ারকে নিয়ে আলোচনা করছে বাইরের লোকজন, তারাই দু’মাস পরে তাকে নিয়ে আবার
সমালোচনা করবে।’

সমালোচনার ভিত্তিতে টিম ম্যানেজমেন্ট কোনও প্লেয়ারকে ছাঁটাই করার কথা ভাবে না, বলছেন বিরাট। তাঁর কথায়, ‘রাহানে বা যেই হোক না কেন, টিম ম্যানেজমেন্ট সব সময় তার পাশে থাকার চেষ্টা করে। বিশেষ করে সে যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়। টিমের বাইরে কে তাকে নিয়ে কী বলল, এ নিয়ে আমরা কখনও মাথা ঘামাইনি, আগামী দিনেও ঘামাব না।’

Next Article