কলকাতা : সময় হাতে থাকতেই বিরাট কোহলির (Virat Kohli) বিকল্প খোঁজা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ৩৫ বছরের বিরাট তাঁর কেরিয়ারকে প্রায় গুটিয়ে এনেছেন। এই অবস্থায় তাঁর জায়গা কে পূরণ করতে পারেন? বিরাটের মতো ক্রিকেটারের বিকল্প হয় না। তবে দলে তিনি যে দায়িত্ব পালন করছেন ভবিষ্যতে অন্য কাউকে সেই ভার নিতেই হবে। ভারতীয় ক্রিকেট দল এখন সেদিকেই মনোনিবেশ করেছে। আসন্ন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ (Ind vs WI) থেকে শুরু হয়ে যাবে এই খোঁজ। যে কারণে শুভমন গিল (Shubman Gill) ব্যাটিং অর্ডারে নেমে যেতে পারেন। একইসঙ্গে ওপেনিং জুটিতেও পরিবর্তন হতে চলেছে। নির্বাচকদের বিশ্বাস, শুভমন গিল হতে পারেন কোহলির যোগ্য উত্তরসূরি। ব্যাটিং অর্ডারের তিন নম্বর জায়গাটা পূরণের জন্য গিলের থেকে আর ভালো বিকল্প দেখতে পাচ্ছেন না নির্বাচকরা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports–এর এই প্রতিবেদনে।
ভীষণ সাহসী পদক্ষেপ মনে হলেও, বিরাট কোহলির বয়স তো কম হচ্ছে না। ৩৫ ছুঁইছুঁই কোহলি তাঁর অবিশ্বাস্য ফিটনেস নিয়ে হাই লেভেলে পারফর্ম করতে পারবেন খুব জোর আরও ২-৩ বছর। তাই এখন থেকে তাঁর ব্যাকআপ খোঁজা এবং দলের তরুণদের সিনিয়র খেলোয়াড়দের জায়গা নিতে হলে গ্রুমিংয়ের প্রয়োজন। ২৩ বছরের শুভমন গিলকে এখন থেকে গড়ে নিতে চাইছে বোর্ড। সব ফরম্যাটেই তাঁর ধারাবাহিক ব্যাটিং জাতীয় দলে জায়গা পাকা করে দিয়েছে। গত কয়েক বছর ধরে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে জুটি বেঁধে খেলছেন। স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়া প্রথম নামগুলির মধ্যে একটি গিলের।
তবে প্রশ্ন থেকে যায়, শুভমন গিল ব্যাটিং অর্ডারের তিনে নেমে গেলে ওপেনিংয়ে থাকবেন কে? ঋতুরাজ গায়কওয়াড় এবং যশস্বী জয়সওয়ালের মধ্যে ওপেনিং স্লটের জন্য প্রতিদ্বন্দ্বিতা চলবে। অন্যদিকে, চেতেশ্বর পূজারা বাদ পড়ায় টেস্ট সিরিজে তাঁর জায়গায় নামবেন গিল। কোহলি এবং অজিঙ্ক রাহানে যথাক্রমে ৪ এবং ৫-এ ব্যাট করবেন। ভারতীয় দল এবং রাহুল দ্রাবিড়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই পরীক্ষা নিরীক্ষাগুলির ভাল সুযোগ থাকবে। অন্যান্য সফরগুলির থেকে তুলনামূলক সহজ ক্যারিবিয়ান সফর। যে কারণে ওয়ার্কলোডের কথা মাথায় এই সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছে কয়েকজন ক্রিকেটারকে। এই সুযোগে ক্যারিবিয়ান সফরে একগুচ্ছ বদল দেখা যেতে পারে।