Team India : কোহলি থেকে ধোনি… যে ক্রিকেটাররা পড়াশুনা শেষ করেননি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 13, 2023 | 9:00 AM

ক্রিকেট তাঁদের খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছে। কিন্তু এই ক্রিকেটের জন্যই এক সময় সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বিরাট কোহলির মতো কিংবদন্তি ক্রিকেটাররা পড়াশুনা শেষ করেননি।

Team India : কোহলি থেকে ধোনি... যে ক্রিকেটাররা পড়াশুনা শেষ করেননি
Team India : কোহলি থেকে ধোনি... যে ক্রিকেটাররা পড়াশুনা শেষ করেননি

Follow Us

নয়াদিল্লি : ক্রিকেট তাঁদের খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছে। কিন্তু এই ক্রিকেটের জন্যই এক সময় সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বিরাট কোহলির মতো কিংবদন্তি ক্রিকেটাররা পড়াশুনা শেষ করেননি। ক্রিকেট আর পড়াশুনার মধ্যে সচিন-বিরাটদের কাছে বাছার সুযোগ ছিল। তাঁরা ক্রিকেটকেই প্রাধান্য দিয়েছিলেন। যে কারণে, ভারতীয় দলের রত্নে পরিণত হতে পেরেছিলেন। ভারতীয় দলের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটারদের মধ্যে অনেকেই রয়েছেন যাঁরা পড়াশুনা শেষ করেননি। কেউ স্কুলের গণ্ডি টপকাতে পারেননি, কেউ আবার কলেজছুট। এই তালিকায় কোন কোন ক্রিকেটাররা রয়েছেন জানেন? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ক্রিকেটের জন্য পড়াশুনা শেষ করেননি যে ক্রিকেটাররা —

  • বিরাট কোহলি – ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি নিজে জানিয়েছিলেন, তিনি ক্লাস ইলেভেনের পরীক্ষায় উত্তীর্ন হয়েছিলেন। কিন্তু ভারতের হয়ে খেলার স্বপ্ন অনুসরণ করতে গিয়ে আর পড়াশুনা করা হয়নি।
  • রাহুল দ্রাবিড় – পড়াশুনা ও খেলা দুটোই সমান তালে করেছিলেন রাহুল দ্রাবিড়। তিনি বি.কম পরীক্ষায় পাস করার পর এমবিএ পড়া শুরু করেছিলেন। কিন্তু জাতীয় দলে ডাক পাওয়ার পর তার আর এমবিএ পড়া হয়নি।
  • কপিল দেব – ক্রীড়াবিদ হওয়ার স্বপ্নপূরণ করার জন্য ভারতের ৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবও কলেজের গণ্ডি পাস করেননি।
  • মহেন্দ্র সিং ধোনি – বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২০১০ সালে বি.কম এর প্রথম বর্ষের পরীক্ষা দিতে পারেননি। যার ফলে তাঁকে কলেজ থেকে স্নাতক ডিগ্রি দেওয়া হয়নি। সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হয়েছিলেন ধোনি।
  • সচিন তেন্ডুলকর – ক্লাস ১০ এর পর আর পড়াশুনা করেননি সচিন তেন্ডুলকর। তিনি মাত্র ১৬ বছর বয়সে দেশের হয়ে খেলা শুরু করেছিলেন।
  • যুবরাজ সিং – ২০০৭ ও ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য যুবরাজ সিং চন্ডীগড়ের ডিএভি পাবলিক স্কুলে পড়াশুনা করতেন। কিন্তু তিনি স্কুলের পর আর লেখাপড়া করেননি।
  • জাহির খান – ভারতের প্রাক্তন ক্রিকেটার স্কুলের গণ্ডি পেরিয়েছিলেন। এরপর প্রাভারা কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিলেন। যদিও পরবর্তীতে তিনি ক্রিকেটে ফোকাস করার জন্য কলেজ ছেড়ে দেন।
  • হার্দিক পান্ডিয়া – ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনি ক্লাস ৯ এর পরীক্ষা উত্তীর্ন হতে পারেননি। এরপর পড়াশুনা ছেড়ে ক্রিকেটে ফোকাস করেন হার্দিক।
  • শিখর ধাওয়ান – ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান স্কুলের গণ্ডি পেরিয়েছিলেন। কিন্তু তারপর ক্রিকেটের কারণে আর পড়াশুনা করেননি তিনি। টুয়েলভ পাস করার পর আর কলেজে যাওয়া হয়নি শিখর ধাওয়ানের।
Next Article