Virat Kohli Watch Video: দেখা হতেই পায়ে হাত দিয়ে প্রণাম, গুরুর আশীর্বাদ নিয়ে মাইলস্টোন কোহলির

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 06, 2023 | 8:30 PM

DC vs RCB, IPL 2023 : ম্যাচ শুরু হওয়ার আগে ছোটবেলার কোচ রাজকুমার শর্মার সঙ্গে দেখা হয় কোহলির। কোচকে দেখেই এগিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন।

Virat Kohli Watch Video: দেখা হতেই পায়ে হাত দিয়ে প্রণাম, গুরুর আশীর্বাদ নিয়ে মাইলস্টোন কোহলির
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: আরসিবির অ্যাওয়ে ম্যাচ হলেও অরুণ জেটলি স্টেডিয়াম বিরাট কোহলির ঘরের মাঠ। কোটলার মাঠে লোকাল বয় বিরাট যে ভরপুর সমর্থন পাবেন তাতে সন্দেহ নেই। ছন্দে থাকা কোহলি দিল্লির বিরুদ্ধে স্বচ্ছন্দে ব্যাট করছেন । তবে ম্যাচ শুরু হওয়ার আগেই অরুণ জেটলি স্টেডিয়ামের দর্শকদের মন জয় করে নিলেন কোহলি (Virat Kohli)। ম্যাচ শুরু হওয়ার আগে ছেলেবেলার কোচ রাজকুমার শর্মার সঙ্গে দেখা হয় কোহলির। কোচকে দেখেই এগিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। রাজকুমার শর্মাও (Rajkumar Sharma) তাঁর অতি প্রিয় এবং সফল ছাত্রকে জড়িয়ে ধরলেন। দু’জনের মধ্যে কিছু আলোচনাও হল। আইপিএলের (IPL 2023) টুইটার হ্যান্ডেলে গুরু-শিষ্যের সাক্ষাতের ভিডিয়ো পোস্ট করা হয়েছে। বেশ কয়েকদিন ধরে বিতর্কের মধ্যে থাকা বিরাটের কোচের প্রতি এমন শ্রদ্ধা দেখে আপ্লুত নেটিজেনরা। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শনিবার সন্ধ্যায় দিল্লির বিরুদ্ধে ম্যাচের আগে বিরাট কোহলি মাঠে ঢুকতেই কোটলার দর্শক বিরাট…বিরাট চিৎকারে ঘরের ছেলেকে স্বাগত জানায়। সেইসময় মাঠে উপস্থিত ছিলেন বিরাটের ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা। গুরুজনদের দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। বিরাটও করলেন। কোহলির ‘বিরাট’ হওয়ার পিছনে রাজকুমার শর্মার ভূমিকা নিঃসন্দেহে বড়। বিশ্ব বন্দিত এই ক্রিকেটারের ক্রিকেট জীবনের শুরুটা হয়েছিল রাজকুমার শর্মার হাত ধরে। একসময়ের কোচের আশীর্বাদ নিয়ে ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে খেলতে নামেন বিরাট। আর এদিনই আইপিএলে সাতহাজার রানের মাইলস্টোন গড়ে ফেললেন।

বিরাটের সঙ্গে রাজকুমার শর্মার সম্পর্কের অবনতির কথা শোনা গিয়েছিল গতবছর। তিনবছর ধরে বিরাট যখন ফর্ম হাতড়ে বেড়াচ্ছিলেন তখন অনেকেরই প্রশ্ন ছিল, কোহলি কেন তাঁর ছোটবেলার কোচের শরণাপন্ন হচ্ছেন না। একই প্রশ্ন রাজকুমার শর্মাকে করায় তিনি জানিয়েছিলেন, বিরাটের জন্য সবসময় তাঁর দরজা খোলা। বিখ্যাত ছাত্রকে সর্বদা সাহায্য করতে প্রস্তুত। যদিও বিরাট তাঁর ছেলেবেলার কোচের কাছে যাননি। যা নিয়ে রাজকুমার শর্মার গলায় ক্ষোভের আঁচ মিলেছিল। খারাপ সময় কাটিয়ে বিরাট এখন স্বমহিমায়। কোচের সঙ্গে তাঁর সম্পর্ক যে আগের মতোই আছে তা এদিনই বোঝা গিয়েছে।

Next Article