Virat Kohli vs Shubman Gill : বিরাটের মসনদে কি বসতে চলেছেন শুভমন?

May 23, 2023 | 4:39 PM

Virat vs Shubman: অভিজ্ঞতায় বিরাট কোহলির থেকে কয়েক আলোকবর্ষ পিছিয়ে শুভমন গিল। কিন্তু পঞ্জাব তনয়ের এমন ধারাবাহিক পারফরম্যান্স দেখে ক্রিকেটমহলে অনেকেই বলছেন, বিরাটের পরে ভারতীয় ক্রিকেটে রাজ করবেন গিল।

Virat Kohli vs Shubman Gill : বিরাটের মসনদে কি বসতে চলেছেন শুভমন?
বিরাটের মসনদে কি বসতে চলেছেন শুভমন?

Follow Us

একজন ভারতীয় ক্রিকেটের রাজা। আর একজন রাইজিং স্টার। প্রথম জনের বয়স ৩৪ বছর, অপর জনের ২৩। বয়সের ফারাক ১১, কিন্তু ২২ গজে লড়াই চলছে সেয়ানে সেয়ানে। রবিবারের চিন্নাস্বামী যেমন। বিরাট কোহলি বনাম শুভমন গিলের লড়াই দেখে রোমাঞ্চিত ক্রিকেটমহল। সেঞ্চুরির পাল্টা সেঞ্চুরি আর কবে দেখা গিয়েছে? আরও ভালো করে বললে, ভারতীয় ব্যাটারদের মধ্যে? সুপার সানডে-র ডাবল হেডারে মোট ৩ সেঞ্চুরি হয়েছিল। আরসিবি ও গুজরাট (RCB vs GT) ম্যাচ যেন বিরাট বনাম শুভমন হয়ে গিয়েছিল! এ বারও আইপিএল ট্রফি ছুঁয়ে দেখা হল না আরসিবি আর বিরাটের। গুজরাট টাইটান্সের কাছে হেরে প্লে অফে উঠতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি (Virat Kohli) রবি-রাতে সেঞ্চুরি হাঁকিয়ে চিন্নাস্বামী মাতিয়ে দিয়েছিলেন। কিন্তু তাঁর সেঞ্চুরির পাল্টা দিতে যে তৈরি ছিলেন গুজরাটের তরুণ ওপেনার শুভমন গিল (Shubman Gill), তা হয়তো বিরাটও ভাবেননি। এ বারের আইপিএলে বিরাট বলছেন আমায় দেখো, তো গিল ডাক দিচ্ছেন আমিও আছি, ভুলে যেও না! আশ্চর্য মিল কোহলি আর গিলের! দু’জনই চলতি আইপিএলে করেছেন ২টো করে সেঞ্চুরি। তাও আবার পর পর দুটো ম্যাচে। মিল যেমন আছে, অমিলও রয়েছে। এই নিয়ে বিস্তারিত তথ্য রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিরাট কোহলি বেড়ে উঠেছিলেন মহেন্দ্র সিং ধোনির ছত্রছায়ায়। ডিআরএস থেকে ক্যাপ্টেন্সি, কঠিন সময়ে মাথা ঠান্ডা রাখা, টিমে জনপ্রিয় হয়ে ওঠা, তরুণ প্রজন্মকে তুলে আনা, নিজের ফর্মকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া এবং, মাঠের বাইরে বসে কে কী বলছেন, তাতে কান না দেওয়া। বিরাটের উত্থানের পিছনে মাহির হাত অনেকেই দেখেন। যে সময় বিরাট তরুণ, সদ্য পা রেখেছেন ভারতীয় টিমে, প্রতিভার ঝলকে অনেকেই মুগ্ধ করে দিচ্ছিলেন। সে সময় ভারতীয় টিমের নেতা ধোনি। তিনিই বিরাটকে আরও বেশি করে সুযোগ করে দিয়েছিলেন, যাতে দক্ষিণ দিল্লির ছেলে নিজেকে আরও বেশি মেলে ধরতে পারেন। পরবর্তী সময়ে বিরাটও ধোনির পথে হেঁটেছেন।

বিরাট যা পেয়েছেন, শুভমন গিল তা পাননি। বড় হয়েছেন নিজের মতো। ক্রিকেট মাঠে কিছু সিদ্ধান্তের পিছনে বুদ্ধিমত্তার ছাপ দেখা যায়, ২৩ বছরের শুভমন সেটাই তুলে ধরছেন। আরসিবির বিরুদ্ধে ২০তম ওভারের প্রথম বলে নো-বল রিভিউ নেওয়ার সময় ছিল প্রবল চাপ। উইকেট পড়ছিল উল্টো দিকে। তাও ঠান্ডা মাথায় নো-বলের জন্য রিভিউ নিয়েছিলেন। সেটা কাজেও লেগে যায়। ওয়েন পার্নেলের বলে ছক্কা হাঁকিয়ে বিরাটের আরসিবির প্লে অফে ওঠার স্বপ্ন ভেঙে গুড়িয়ে দেন গিল। সেঞ্চুরির পাল্টা যে সেঞ্চুরি হতে পারে, তা প্রমাণ করেন গিল। অভিজ্ঞতায় বিরাটের থেকে কয়েক আলোকবর্ষ পিছিয়ে গিল। কিন্তু পঞ্জাব তনয়ের এমন ধারাবাহিক পারফরম্যান্স দেখে ক্রিকেটমহলে অনেকেই বলছেন, বিরাটের পরে ভারতীয় ক্রিকেটে রাজ করবেন গিল।

চলতি বছরের পারফরম্যান্সের নিরিখে বিরাট কোহলি বনাম শুভমন গিল

এখনও অবধি চলতি বছরে বিরাট কোহলির ব্যাটে এসেছে মোট ৫টি সেঞ্চুরি। তার মধ্যে দেশের জার্সিতে ৩টি শতরান করেছেন কোহলি। বাকি ২টি আইপিএলে।

চলতি বছরে কোহলির শতরানের তালিকা (২০২৩ এর জানুয়ারি থেকে*)

  • ২টি ওডিআই সেঞ্চুরি
  • টেস্ট ক্রিকেটে ১টি সেঞ্চুরি
  • আইপিএলে ২টি সেঞ্চুরি

এখনও অবধি চলতি বছরে শুভমন গিলের ব্যাটে এসেছে মোট ৭টি সেঞ্চুরি। তার মধ্যে দেশের জার্সিতে ৫টি শতরান করেছেন গিল। বাকি ২টি আইপিএলে।

চলতি বছরে গিলের শতরানের তালিকা (২০২৩ এর জানুয়ারি থেকে*)

  • ৩টি ওডিআই সেঞ্চুরি, যার মধ্যে ১টি ডাবল সেঞ্চুরি
  • টেস্ট ক্রিকেটে ১টি সেঞ্চুরি
  •  আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১টি সেঞ্চুরি
  •  আইপিএলে ২টি সেঞ্চুরি
Next Article