নয়াদিল্লি: প্রিয় ক্রিকেটার, প্রিয় অভিনেতা, প্রিয় গায়ক… তাঁদের সঙ্গে কে না চায় দেখা করতে। কিন্ত সব চাওয়া তো আর পূরণ হয় না। যেমন হয়নি বিরাট কোহলির (Virat Kohli)। তিনি কিংবদন্তি। তাঁকে এক ঝলক দেখার অপেক্ষায় থাকে তাঁর ভক্তরা। সেই বিরাট এই জীবনে চেয়েছিলেন এক ব্যাক্তির সঙ্গে দেখা করতে। কিন্তু পারেননি। বর্তমানে কোহলি শ্রীলঙ্কায়। এশিয়া কাপের (Asia Cup 2023) মাঝে সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিরাট জানিয়েছেন, যে ব্যক্তির সঙ্গে তাঁর দেখা করার স্বপ্নপূরণ হয়নি তিনি কে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এই প্রশ্নের উত্তরে বিরাট জানান, কিশোর কুমারের সঙ্গে তিনি দেখা করতে চাইতেন। কিন্তু তা পারেননি। আর এখন তা সম্ভবও নয়। কোহলি জানান, আর এখন এমন কোনও ব্যক্তি নেই যার সঙ্গে তাঁর বিরাট দেখা করার শখ। বিরাটের জন্ম ১৯৮৮ সালে। আর কিংবদন্তি গায়ক কিশোর কুমার মারা গিয়েছেন ১৯৮৭ সালে। তবে কোহলি তাঁর অন্যতম প্রিয় মানুষটির সঙ্গে এখনও জড়িয়ে রয়েছেন। কীভাবে? বিষয়টি জড়িত বিখ্যাত গায়ক কিশোর কুমারের জুহুর পুরনো বাংলো ‘গৌরী কুঞ্জ’র সঙ্গে। আসলে কোহলি জুহুতে অবস্থিত এই বাংলোর একটা অংশ ৫ বছরের জন্য লিজ নিয়েছেন। সেখানেই তৈরি করেছেন এক রেস্তোরাঁ।
বিরাট কোহলি তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। আর তিনি কার থেকে অনুপ্রেরণা পান? এশিয়া কাপের মাঝে সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিরাট জানান, স্ত্রী অনুষ্কা শর্মার থেকে তিনি মোটিভেট হন। তিনিই তাঁর জীবনের অন্যতম অনুপ্রেরণা। এই প্রথম বার নয়, কোহলি একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর জীবন বদলে দিয়েছেন অনুষ্কা।
কোহলির কাছে প্রশ্ন রাখা হয়, ৫০ বছর বয়সে তিনি কী করতে পারেন? এই প্রশ্নের উত্তরে কোহলি জানান, এখন ৩৫-৩৬ বছর বয়স। এবং তিনি খেলছেন। কিন্তু ৫০ বছর বয়সে কী হবে সেটা তো আর বলা যাবে না। এখন থেকে ভবিষ্যতে কী হবে তা বলা কঠিন। এ ছাড়া তরুণ প্রজন্মের জন্য বার্তা দিতে গিয়ে বিরাট কোহলি বলেন, ‘তরুণ প্রজন্মকে আমি একটা কথাই বলব যা করবে পুরো মন দিয়ে করবে। সাফল্য পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করবে না। ভুল মানসিকতা নিয়ে কাজ করলে উন্নতি করা যায় না। তাই যা করবে তা মন দিয়ে করতে হবে।’
বিরাট কোহলি বর্তমানে এশিয়া কাপে ব্যস্ত। পাকিস্তান ও নেপালের বিরুদ্ধে আপাতত গ্রুপ পর্বে খেলেছে ভারত। তাতে নেপালের বিরুদ্ধে বিরাটকে ব্যাটিং করতে হয়নি। রোহিত শর্মা ও শুভমন গিল মিলে লক্ষ্যপূরণ করেন। অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে খেলেন কোহলি। ৭ বলে ৪ রান করেন এবং তিনি উইকেট দিয়ে বসেন শাহিন শাহ আফ্রিদিকে। ভারতের পরবর্তী ম্যাচ এ বার সুপার ফোরে। ১০ সেপ্টেম্বর। প্রতিপক্ষ পাকিস্তান।