কলকাতা: ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে নেই বিরাট কোহলি। মাঠে না থাকলেও রেকর্ড বুকে রয়েছেন বিরাট কোহলি। কিং কোহলির মুকুটে যুক্ত হল আরও একটি নতুন পালক। আইসিসি বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কার জিতলেন বিরাট কোহলি। এই নিয়ে রেকর্ড চতুর্থ বার এই পুরস্কার কিং কোহলির। ৩৫ বছরেও তাঁর ব্যাটিং শাসন যে থামেনি, আইসিসির এই সম্মানেই যেন পরিষ্কার। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত বছর ওয়ান ডে ক্রিকেটে বিধ্বংসী ফর্মে ছিলেন বিরাট কোহলি। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করেছেন। টানা দশ ম্যাচ জিতে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। এর নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ব্যাটার বিরাট কোহলি। বিশ্বকাপের মঞ্চেই গড়েছিলেন নতুন রেকর্ড। ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ছিল মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের দখলে। ইডেন গার্ডেন্সে নিজের জন্মদিনে সেঞ্চুরি মেরে ৪৯ সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছিলেন বিরাট।
বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরিতে সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে যান। ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি ৫০টি সেঞ্চুরি বিরাট কোহলির দখলেই। গত বছর ২৭টি ওডিআই-তে ১৩৭৭ রান করেছিলেন বিরাট। একটি উইকেটও নিয়েছেন। ক্যাচ নিয়েছেন এক ডজন। বিশ্বকাপে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন কিং কোহলিই। সব মিলিয়ে তিনটি সেঞ্চুরি ঘরের মাঠে বিশ্বকাপে।
পুরুষদের ক্রিকেটে বিরাট কোহলিই প্রথম চার বার আইসিসি বর্ষসেরা ওডিআই ক্রিকেটারের পুরস্কার জিতলেন। যা অনন্য নজির। সব ফরম্যাট মিলিয়ে বর্ষসেরা হয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।