T20 World Cup: কী কাণ্ড, বিরাটই কিনা টপ অর্ডার থেকে বাদ, নেতা রোহিতর বদল! বোম ফাটালেন সেওয়াগ!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 28, 2022 | 8:57 PM

বিরাট আর রোহিতকে নিয়ে যখন গরম মন্তব্য পেশ করছেন বীরু, একই সঙ্গে সামনে তাকাতেও চাইছেন।

T20 World Cup: কী কাণ্ড, বিরাটই কিনা টপ অর্ডার থেকে বাদ, নেতা রোহিতর বদল! বোম ফাটালেন সেওয়াগ!
Image Credit source: TWITTER

Follow Us

 

নয়াদিল্লি: অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে দিকে সব টিমই নিজেদের গুছিয়ে নেওয়ার পরিকল্পনা সাজাতে শুরু করে দিয়েছে। কোচ রাহুল দ্রাবিড়ের ভারতও পিছিয়ে নেই। গত বছর আমিরশাহিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় টিম চরম ব্যর্থ হয়েছিল। নতুন করে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ রোহিত শর্মার (Rohit Sharma) সামনে। টিম কেমন হওয়া উচিত, নতুন মুখ হিসেবে কাদের দলে নেওয়া প্রয়োজন– এ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে বীরেন্দ্র সেওয়াগ আবার বোম ফাটালেন। চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সম্ভাব্য টিমের টপ অর্ডারেই রাখলেন না বিরাট কোহলিকে (Virat Kohli)! এতেই শেষ নয়, ভারতীয় টিমের ক্যাপ্টেন হিসেবেও দেখতে চাইছেন না রোহিত শর্মাকে। তাঁর বদলে অন্য কাউকে নেতৃত্ব দেওয়ার দাবি তুলে দিলেন সেওয়াগ।

 

টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিরাট সাধারণত ওপেন করেন। প্রয়োজনে অনেক সময় তিনেও নামেন। কিন্তু সেওয়াগ বলে দিচ্ছেন, ‘টি-টোয়েন্টিতে হার্ডহিটিংয়ের প্রশ্ন উঠলে ভারতের অনেক বিকল্প রয়েছে। ব্যক্তিগত ভাবে আমার মনে হয়, রোহিত শর্মা, ঈশান কিষাণ আর লোকেশ রাহুল ভারতের টপ অর্ডারের ব্যাটার হওয়া উচিত।’ বিরাটের তা হলে কী হবে? তিনি কি চারে নামবেন? সে ব্যাখ্যা না দিয়ে বীরু বলছেন, ‘রোহিত, ঈশান, রাহুল থাকলে ডান হাতি-বাঁ হাতি কম্বিনেশন তৈরি করতে অসুবিধা হবে না। আমার তো মনে হয়, রাহুল আর ঈশান খুব আকর্ষণীয় ভূমিকা নিতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে।’ রোহিতের ক্যাপ্টেন্সি প্রসঙ্গ নিয়েও একই রকম সরব সেওয়াগ। তাঁর কথায়, ‘যদি ভারতীয় টিম ম্যানেজমেন্টের মনে হয়, রোহিতের বদলে অন্য কাউকে ক্যাপ্টেন করবে, তা হলে কিন্তু ওর পক্ষে ওয়ার্কলোড সামলানো সহজ হবে। সেই সঙ্গে ও মানসিক ক্লান্তির হাত থেকেও বাঁচবে। ওর বয়সের কথাও মাথায় রাখতে হবে। টি-টোয়েন্টিতে যদি নতুন কাউকে ক্যাপ্টেন করা হয়, তা হলে কিছুটা বোঝা কমবে রোহিতের।’

 

বিরাট আর রোহিতকে নিয়ে যখন গরম মন্তব্য পেশ করছেন বীরু, একই সঙ্গে সামনে তাকাতেও চাইছেন। সেই ভাবনা থেকেই বলছেন, উমরান মালিককে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিমে রাখা উচিত। ‘যদি কোনও একজন পেস বোলার পুরো আইপিএল জুড়ে আমাকে মুগ্ধ করেছে, সেটা উমরান মালিক। বুমরা, সামির পাশাপাশি ওকেও ভারতীয় টিমের পরিকল্পনায় অবশ্যই রাখা উচিত।’

Next Article