নয়াদিল্লি: অপেক্ষার আর একটা রাত। আগামী কাল থেকে শুরু হবে আইপিএলের (IPL) ১৬তম সংস্করণ। দেখতে দেখতে ১৫টা বছর পার করে ফেলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এতগুলো মরসুমে একাধিক রেকর্ড গড়া-ভাঙার কাজ করে গিয়েছেন এই টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিকেটাররা। অতীতে ফিরে গেলে আইপিএলের একাধিক দারুণ গল্প উঠে আসে। আজ, আইপিএলের স্মৃতির পাতা উল্টে তেমনই এক গল্পের ব্যাপারে জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে। ২০১৪ সালের আইপিএলে এক ভারতীয় ক্রিকেটার খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তাঁর ব্যাটে রান আসছিল না। যা দেখে তাঁর ছেলেও হতাশ হয়েছিল। এক সময় সেই ক্রিকেটারের ছেলে অভিমান করে বাবার থেকে জানতে চেয়েছিল কবে বড় রান করতে পারবেন তিনি? এই ক্রিকেটার কে? রইল বিস্তারিত।
টিম ইন্ডিয়ার বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সেওয়াগ শুধু জাতীয় দলের হয়ে নয়, আইপিএলের মঞ্চেও ব্যাট হাতে ভেল্কি দেখাতেন। তাঁর সামনে দাঁড়াতে একাধিক বোলার ভয় পেতেন। সেই বীরু একটা সময় খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। রান পাচ্ছিলেন না। সেই সময় তাঁর ছেলেকেও প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। ঘটনাটা ২০১৪ সালের। সে বারের আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস থেকে কিংস ইলেভেন পঞ্জাবে (বর্তমানের পঞ্জাব কিংস) এসেছিলেন সেওয়াগ। তিনি রান পাচ্ছেন না বলে তাঁর ৬ বছরের ছেলে আর্যবীরকে স্কুলে তার বন্ধুরাও প্রশ্ন করত। সেটা খুদে আর্যবীরকে কষ্ট দিয়েছিল। যার ফলে, একদিন সেওয়াগের স্ত্রী যখন তাঁকে ফোন করেন তখন তাঁর ছেলে সটান প্রশ্ন করে বসে, যে বাবা কবে রান করবে?
এক সাক্ষাৎকারে সেওয়াগ বলেন, “সে বার আইপিএল চলাকালীন একদিন আমাকে আমার স্ত্রী ফোন করে। তখন আর্যবীর আমার সঙ্গে কথা বলে। ও জিজ্ঞাসা করে, ‘বাবা তুমি বার বার তাড়াতাড়ি কেন আউট হয়ে যাচ্ছো? স্কুলে আমার বন্ধুরা বার বার বলছে যে আমার বাবা রান করতে পারছে না।’ তখন আমি ওকে বলেছিলাম, এখনও কয়েকটা ম্যাচ বাকি আছে। চিন্তা করো না, আমি বড় রান করব।”
বীরেন্দ্র সেওয়াগ ২০১৪ সালের আইপিএলে প্লে অফে সেঞ্চুরি করেছিলেন। সে বার তিনি কিংস ইলেভেন পঞ্জাবের (বর্তমানে পঞ্জাব কিংস) হয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে শতরান করেছিলেন। ১২২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সেওয়াগ। আর এভাবেই তিনি ছেলেকে দেওয়া কথা রেখেছিলেন। আইপিএলে বীরু ১০৪টি ম্যাচে খেলে ২৭২৮ রান করেছিলেন ও ৬টি উইকেট নিয়েছিলেন।