নয়াদিল্লি: দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। তার আগে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। দু-দল আপাতত ভিন্ন মেরুতে। দক্ষিণ আফ্রিকা সফরে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে ২-০ এগিয়ে থেকেও হেরেছে অস্ট্রেলিয়া। চোটের কারণে অবশ্য বেশ কয়েকজনকে পায়নি অজিরা। তবে টানা তিন ম্যাচে একশোর বেশি রানের ব্যবধানে হার, ভাবার মতোই বিষয়। অন্য দিকে, ভারতীয় দল সদ্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। পুরো টুর্নামেন্টে একটি মাত্র হার। ফাইনালে শ্রীলঙ্কাকে দুরমুশ করেছে। যদিও সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে এই সিরিজের ফল অনুমান করা কঠিন। বিশ্বকাপের প্রস্তুতির দিকেই নজর। অনেক কিছুই হতে পারে। যে বিষয়গুলোয় মূলত নজর থাকবে, বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মার্নাস লাবুশেন– বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি মার্নাস লাবুশেনের। দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম ওডিআইতে কনকাশন পরিবর্ত হিসেবে নেমে ম্যাচ জেতানো ইনিংস খেলেন। পরের ম্যাচেই সেঞ্চুরি। বাকি তিন ম্যাচে ভরসা দিতে ব্যর্থ। তবে ভারতের বিরুদ্ধে এই তিন ম্যাচে যেটুকু সুযোগ পাবেন, কাজে লাগাতে পারলে শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা মিলতেই পারে লাবুশেনের। বিশ্বকাপের টিকিটেই নজর থাকবে মার্নাসের। এই তিন ম্যাচ তাঁর কাছে একমাত্র সুযোগ।
ডেভিড ওয়ার্নার বনাম রবিচন্দ্রন অশ্বিন– অজি ওপেনারের ফর্ম চিন্তার বিষয়। তবে দক্ষিণ আফ্রিকায় একটি সেঞ্চুরির ইনিংস খেলেছেন। যা তাঁকে কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাবে। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার ওয়ার্নার। ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা অনেকটাই বেশি। বিশ্বকাপে তাঁর ওপর বাড়তি ভরসা থাকবে অস্ট্রেলিয়ার। তবে এই সিরিজ তাঁর কাছে যেমন পরীক্ষার, তেমনই রবিচন্দ্রন অশ্বিনের কাছে সুযোগ।
বাঁ-হাতি ব্যাটারদের বিরুদ্ধে অশ্বিন বরাবরই ভয়ঙ্কর। প্রায় দু-বছর পর জাতীয় দলে ওয়ান ডে ফরম্যাটে ফেরানো হয়েছে অশ্বিনকে। বিশ্বকাপের স্কোয়াডে নেই। এশিয়া কাপে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভালো ভাবেই উপলব্ধি করতে পেরেছে বিশ্বকাপের টিমে একজন অফস্পিনার দরকার। অশ্বিন এই সিরিজে ভালো পারফর্ম করলে শেষ মুহূর্তে বিশ্বকাপের টিমেও ঢুকে পড়তে পারেন। অশ্বিনের নজরে প্রথম উইকেটটা যে ওয়ার্নারের হবে, এ বিষয়ে সন্দেহ নেই।
অ্যাডাম জাম্পা-দক্ষিণ আফ্রিকা সফরে লজ্জার রেকর্ড গড়েছেন অ্যাডাম জাম্পা। পুরুষদের ওডিআই ক্রিকেটে কোটার ১০ ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার নজির ছিল অস্ট্রেলিয়ার মাইক লুইসের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০০৬ সালে ১০ ওভারে ১১৩ রান দিয়েছিলেন লুইস। সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জাম্পাও ১০ ওভারে ১১৩ রান দেওয়ার নজির গড়েছেন। ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে সাফল্য না পেলে শেষ মুহূর্তে বিশ্বকাপের ভাবনা থেকেও বাদ হয়ে যেতে পারেন।