IPL 2021: সুন্দরের পরিবর্তে আরসিবিতে বাংলার আকাশ দীপ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 30, 2021 | 1:26 PM

আইপিএলের (IPL) দ্বিতীয় পর্বের শুরুর আগেই ধাক্কা আরসিবি (RCB) শিবিরে।

IPL 2021: সুন্দরের পরিবর্তে আরসিবিতে বাংলার আকাশ দীপ
IPL 2021: সুন্দরের পরিবর্তে আরসিবিতে বাংলার আকাশ দীপ

Follow Us

আইপিএলের (IPL) দ্বিতীয় পর্বের শুরুর আগেই ধাক্কা আরসিবি (RCB) শিবিরে। আঙুলের চোটের কারণে মরুশহরে আইপিএলের বাকি পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) তাদের তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) পাচ্ছে না। তাঁর পরিবর্ত হিসেবে বাংলার রঞ্জি দলের ক্রিকেটার (Bengal cricketer) আকাশ দীপকে (Akash Deep) দলে নিল বিরাটের আরসিবি।

কাউন্টি দলের বিরুদ্ধে ভারতের ওয়ার্ম আপ ম্যাচ চলাকালীন আঙুলে চোট পান ওয়াশি। সেই চোটের কারণে ভারত-ইংল্যান্ড সিরিজ থেকেও ছিটকে যান। তখন থেকেই আইপিএলে তাঁর উপস্থিতি নিয়ে একটা আশঙ্কা ছিল, সেই আশঙ্কাই এবার সত্যি হল। আজ, সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টুইটারে জানানো হয়েছে, “আইপিএলের বাকি পর্ব থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর। এখনও আঙুলের চোট পুরোপুরি সারিয়ে উঠতে পারেননি তিনি। বাংলার রঞ্জি দলের ক্রিকেটার আকাশ দীপ যিনি আরিসিবির নেট বোলার ছিলেন, তাঁকে সুন্দরের বদলি হিসেবে দলে নেওয়া হল।”

বিরাটের আরসিবির তরফ থেকে আরও জানানো হয়, তরুণ ক্রিকেটারদের বরাবর সুযোগ দেয় তারা। ব্যাতিক্রমী প্রতিভাদের সুযোগ দিয়ে আইপিএল এবং ভারতীয় ক্রিকেটের জন্য তৈরি করাই তাদের কাজ।

পাশাপাশি আরিসিবি শিবিরের পক্ষ থেকে সুন্দরের দ্রুত আরোগ্য কামনাও করা হয়।

আরসিবির হয়ে নিয়মিত আইপিএল খেলতেন সুন্দর। সাফল্যও দিয়েছেন বিরাট-এবিদের। তাই সুন্দরকে না পাওয়াটা বিরাটদের কাছে একটা ধাক্কা হলেও ইতিমধ্যেই বিকল্প উপায় খুঁজে ফেলেছে আরসিবি।

আরও পড়ুন: ফিটনেস প্রসঙ্গে বিরাটের আগে দীপককে রাখলেন রাহুল

আরও পড়ুন: IPL 2021: দুবাই যাত্রা আরিসিবি-পঞ্জাবের, দেখুন ছবি

Next Article